MLA Salary: 'দুর্নীতিগ্রস্ত, জেল খাটা' বিধায়কের লক্ষাধিক টাকা বেতন আটকাল রাজ্য বিধানসভা!

Manik Bhattacharya Salary: ২৩ মাসের বেতন আটকে মানিক ভট্টাচার্যের।

Feb 11, 2025, 17:00 PM IST
1/6

বেতন আটকে মানিকের!

Manik Bhattacharya Salary

প্রবীর চক্রবর্তী: টাকার অঙ্কে বেতনের পরিমাণ লক্ষাধিক টাকা। বিধায়কের সেই লক্ষাধিক টাকা বেতন আটকে রেখেছে বিধানসভা।  

2/6

বেতন আটকে মানিকের!

Manik Bhattacharya Salary

কারণ, সেই সময়কালটা তিনি জেলে ছিলেন। এবার আটকে থাকা সেই বেতন চেয়ে আবেদন করেছেন বিধায়ক মানিক ভট্টাচার্য।   

3/6

বেতন আটকে মানিকের!

Manik Bhattacharya Salary

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির দায়ে ২০২২ সালের ১১ অক্টোবর গ্রেফতার হন মানিক ভট্টাচার্য। জেল থেকে ছাড়া পান ২০২৪-এর ১২ সেপ্টেম্বর।   

4/6

বেতন আটকে মানিকের!

Manik Bhattacharya Salary

প্রায় ২৩ মাস জেলে ছিলেন মানিক ভট্টাচার্য। যে সময় কারাগারে ছিলেন, সেই সময়ের বেতন চাইছেন তিনি। আটকে থাকা লক্ষাধিক টাকা বেতন চেয়ে  আবেদন করেছেন মানিক ভট্টাচার্য।  

5/6

বেতন আটকে মানিকের!

Manik Bhattacharya Salary

এই নিয়ে এজি'র পরামর্শ নিয়েছে রাজ্য বিধানসভা। সেই পরামর্শ অনুযায়ী, সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী বিধায়কের বেতন মিলবে না। সূত্রের খবর, এমনটাই জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন।   

6/6

বেতন আটকে মানিকের!

Manik Bhattacharya Salary

এদিন বিধানসভায় এই নিয়ে দীর্ঘ শুনানি হয়। তবে আজ কোনও সিদ্ধান্ত জানাননি স্পিকার। দীর্ঘ শুনানির পর অর্ডার সংরক্ষিত রাখেন অধ্যক্ষ।