মুখ্যমন্ত্রীকে অন্ধকারে বড় সিদ্ধান্ত নিচ্ছেন আমলারা, গুরুতর অভিযোগ অর্থ দফতরের
|
Nov 01, 2019, 00:07 AM IST
1/5
সুতপা সেন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের মন্ত্রিসভাকে না জানিয়েই সিদ্ধান্ত নিয়ে ফেলছে সরকারি দফতর। অর্থ দফতরের নির্দেশিকায় রয়েছে সে কথাই।
2/5
রাজ্যের অর্থ দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রিসভা বা মুখ্যমন্ত্রী না জানিয়ে নীতিমালা তৈরি করে ফেলছেন বিভিন্ন দফতর। এমনই গুরুতর অভিযোগ করছে রাজ্যের অর্থ দফতর।
photos
TRENDING NOW
3/5
অর্থ দফতরের তরফে অতিরিক্ত মুখ্যসচিব বিজ্ঞপ্তি জারি করে প্রতিটি দফতরকে জানিয়েছেন, অনুমতি ব্যতিত কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। নিলেও তা অবৈধ হবে।
4/5
এই নির্দেশিকার পরেও যদি কোনও দফতর মন্ত্রিসভা বা মুখ্যমন্ত্রীকে না জানিয়ে সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা কাজে ঢিলেমি হিসেবে গণ্য করা হবে।
5/5
প্রশ্ন উঠছে, রাজ্যের দফতরগুলি নিজে থেকে কীভাবে বড় সিদ্ধান্ত নিতে পারছে? মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভাকেও মানছেন না সরকারি আমলারা। এটা তো যথেষ্ট গুরুতর বিষয়।