EXPLAINED | KKR | Shreyas Iyer: 'কেউ বাজারদর'...! শ্রেয়স ছাড়লেন না কি তাঁকে ছাড়া হল? বিস্ফোরক বিবৃতিতে কাঁপল IPL

KKR reveals why the captain was Shreyas Iyer released: শ্রেয়স আইয়ার কি নিজে ছেড়ে দিলেন না কি তাঁকে কেকেআর ছেড়ে দিল! এই প্রশ্নই ঘুরছে অনেকের মাথায়...  

Nov 04, 2024, 13:57 PM IST
1/5

কেকেআর আইপিএল রিটেনশন

KKR IPL 2025 Retention

গত ৩১ অক্টোবর ছিল আইপিএল রিটেনশনের ডেডলাইন। অর্থাত্‍ ওই দিনই বিকেলের ভিতর ১০ দল খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা জমা দিয়েছে বিসিসিআই-কে। মতোই কলকাতা নাইট রাইডার্সও আগামী মরসুমের জন্য় ধরে রাখা ৬ ক্রিকেটারের নাম জানিয়ে দেয়!  

2/5

কেকেআর যাঁদের ধরে রাখল

KKR IPL 2025 Retained Players

গতবারের ও মোট তিনবাররে চ্য়াম্পিয়ন শাহরুখের টিম রেখে দিয়েছে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে। বাদ অধিনায়ক শ্রেয়স আইয়ার, সহ-অধিনায়ক নীতীশ রানা ও তারকা পেসার মিচেল স্টার্ক! 

3/5

শ্রেয়সকে ধরে রাখল না কেকেআর!

KKR Did Not Retain Shreyas Iyer

শ্রেয়স গতবার কেকেআরকে আইপিএল চ্য়াম্পিয়ন করিয়েছেন! আর তাঁকেই বাদ দিয়ে দিল কেকেআর! শ্রেয়সকে আইপিএল রিটেনশিন লিস্টে না দেখে অনেকেই চমকে ছিলেন! প্রশ্ন উঠেছিল শ্রেয়স ছাড়লেন না কি তাঁকে ছাড়া হল? এবার শ্রেয়সের ব্য়াপারে মুখ খুললেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর।  

4/5

শ্রেয়সের ব্যাপারে ভেঙ্কি মাইসোর

Venky Mysore On Shreyas Iyer

কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাত্‍কারে বলেন, 'আমাদের রিটেনশন লিস্টে শ্রেয়স আইয়ার ছিল প্রথম নাম। তবে এই খেলোয়াড় ধরে রাখার প্রক্রিয়াটি কিন্তু একমুখী রাস্তা নয়। শুধু ফ্র্যাঞ্চাইজিরই ব্য়াপার নয়। এটাও দেখতে হয় যে, খেলোয়াড়ও চাইছে কিনা থেকে যেতে। যেহেতু শ্রেয়স আমাদের অধিনায়ক ছিলেন, সেহেতু তালিকায় প্রথম নাম ছিল ওঁরই। এই কারণেই তো ওকে আমরা ২০২২ সালে নিয়েছিলাম। প্রায়শই এমন কিছু ঘটে যা আপনার নিয়ন্ত্রণে থাকে না। যদি একজন তাঁর বাজারদর পরখ করতে চায় এবং তাহলে তার জন্য় নিলামই সেরা বাজার, তাকে সেই পথ বেছে নিতে দেওয়া সর্বদাই ন্যায্য। কেকেআর-সবসময় এটাই বিশ্বাস করেছে এবং খেলোয়াড়দের সমর্থন করেছে। ব্যক্তিগত পর্যায়ে, শ্রেয়াসের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু এটাও সত্যি যে তার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে।'

5/5

শ্রেয়স আইয়ার

Shreyas Iyer

গৌতম গম্ভীরের পর কেকেআরের দ্বিতীয় শিরোপা জয়ী অধিনায়কের নাম শ্রেয়স। আইপিএল ২০২৪-এ ১৪ ইনিংসে ৩৫১ রান করেছেন তিনি।  শ্রেয়সকে ২০২২ সালের নিলামে ১২.২৫ কোটি টাকায় কেকেআর নিয়েছিল। শ্রেয়স নিজেকে নিলামে তুলছেন। একাধিক টিম তাঁকে নেওয়ার জন্য় ঝাঁপাতে পারে! একজন ভারতীয় অধিনায়কের সবসময়ে চাহিদা থাকে দলে। পঞ্জাব, বেঙ্গালুরু, দিল্লি, লখনউয়ের মতো দল ভালো অধিনায়কের সন্ধানে রয়েছে। সেক্ষেত্রে তারা মোটা টাকা দিয়েই শ্রেয়সকে নিতে পারে। নেতৃত্বের পাশাপাশি, শ্রেয়স একজন দক্ষ মিডল অর্ডার ব্যাটার এবং গেম-চেঞ্জার।