Death in Accident: মাত্র ১৬-য় নিভল জীবনশিখা! পথ দুর্ঘটনায় মৃত্যু একমাত্র সন্তানের, ভেঙে পড়লেন মা...

Food influencer Chatori Rajani: সেখানে তিনি নিজের সারাদিনের নানান মুহূর্ত পরিবারের সঙ্গে নিজের সঙ্গে সেই সবকিছু শেয়ার করেন। যেখানে পুত্র তারান জৈন-এর স্মরণসভা কোথায় হচ্ছে এবং কখন সেই সবকিছুই।

Feb 21, 2025, 13:16 PM IST
1/6

চাটোরি রজনী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেটপাড়ায় পরিচিত তিনি 'চাটোরি রজনী' নামেই। রজনী জৈন যিনি মূলত এই ভ্লগিং চ্যানেলটি চালান। সেখানে তিনি নিজের সারাদিনের নানান মুহূর্ত পরিবারের সঙ্গে নিজের সঙ্গে সেই সবকিছু শেয়ার করেন। এবং সেই কারণেই খুব জনপ্রিয় হয়ে পরেন তিনি।

2/6

খুব মর্মান্তিক

কিন্তু সকলের সঙ্গে ভাগ করে নিলেন খুব মর্মান্তিক একটি ঘটনা। দিল্লির জনপ্রিয় ফুড ব্লগার রজনী জৈন হারিয়েছেন নিজের একমাত্র কিশোর পুত্র সন্তানকে।

3/6

১৬ বছর বয়সী

জানা গিয়েছে, ১৭ ফেব্রুয়ারি নিজের ১৬ বছর বয়সী সন্তানকে পথ দুর্ঘটনায় হারিয়ে ফেলেছেন। 

4/6

মুকুট

সমস্ত নেটপাড়ায় প্রবল খ্যাতি অর্জন করেছিলেন তিনি। তাঁর মুকুটে জুড়েছে একেরপর এক সম্মান। 

5/6

সম্প্রতি

সম্প্রতি কিছুদিন আগেই একটি রিলে তাঁর ছেলেকে দেখা গিয়েছিল। 

6/6

রজনী

রজনীর টিম মেম্বার অফিশিয়াল সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন সমস্ত তথ্য। যেখানে পুত্র তারান জৈন-এর স্মরণসভা কোথায় হচ্ছে এবং কখন সেই সবকিছুই।