IND vs BAN | ICC Champions Trophy 2025: কলকাতায় বৃষ্টির ছাঁট দুবাইয়ে... ভারতবিক্রমে ভিজে বিড়াল 'বাঘ'!

IND vs BAN, ICC Champions Trophy 2025: জিতেই চ্যাম্পিয়ন্স ট্রফির বোধন টিম ইন্ডিয়ার, দুবাইয়ে দুরন্ত শামি-গিল  

Feb 20, 2025, 21:56 PM IST
1/5

ভারত বনাম বাংলাদেশ

IND vs BAN, ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অভিযান শুরু হল পড়শি রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে । আজ, বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ত্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ ২২৮ রানের টার্গেট দিয়েছিল রোহিত শর্মাদের। ভারত ২১ বল হাতে রেখে, হেলায় বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির বোধন করল।  

2/5

বাংলাদেশ ইনিংস

Bangladesh Innings

নীলবাহিনীর বোলিং ইউনিট শুরু থেকেই বাংলাদেশকে বোতলবন্দি করে ফেলে। ৯ ওভারের ভিতর ৩৫ রানে টাইগারদের ৫ উইকেট চলে যায়। স্পিন-পেসের জোড়া আক্রমণে বাংলাদেশ অস্থির হয়ে গিয়েছিল। তবে ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের জুটি গড়েন তৌহিদ হৃদয় ও জাকের আলি। ব্যাট হাতে তৌহিদ (১১৮ বলে ১০০) ও জাকের (১১৪ বলে ৬৮) দাঁড়াতে না পারলে বাংলাদেশের অবস্থা রীতিমতো শোচনীয় হত। শামি নিলেন পাঁচ উইকেট, হর্ষিত রানার ঝুলিতে এল ৩ উইকেট। দুই উইকেট নিলেন অক্ষর প্যাটেল। 

3/5

মহম্মদ শামি বিশ্বরেকর্ড

Mohammed Shami World Record

ম্যাচে বল হাতে আগুন জ্বাললেন মহম্মদ শামি। ১০ ওভারে ৫৩ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে শামি করলেন বিশ্বরেকর্ড। শামি দ্রুততম ক্রিকেটার হিসেবে ওডিআই ক্রিকেটে ২০০ উইকেট নেওয়ার নজির গড়লেন। ১০৪ ম্যাচে ৫১২৬ বল করে শামির ঝুলিতে এল ২০০ একদিনের আন্তর্জাতিক উইকেট। এর আগে এই নজির ছিল অজি পেসার মিচেল স্টার্কের। তিন ১০২ ম্যাচে ৫২৪০ বল করে নিয়েছিলেন ২০০ ওডিআই উইকেট। ১১৪ বল কম করে শামি এই মাইলস্টোন স্পর্শ করলেন।    

4/5

রোহিত শর্মা ১১ হাজার রান পূর্ণ করলেন

 Rohit Sharma Complete 11000 ODI Runs

রান তাড়া করতে নেমেছেন অধিনায়ক রোহিত শর্মা ও সহ-অধিনায়ক শুভমন গিল। মাঠে নেমেই একেবারে রো 'সুপারহিট' শর্মা মেজাজেই ছিলেন ভারত অধিনায়ক। ১১ হাজার ওডিআই রান থেকে ১২ রান দূরে ছিলেন তিনি। এদিন অনায়াসে সেই মাইলস্টোন স্পর্শ করে ফেললেন তিনি। বিশ্বের দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হিসেবে ১১০০০ আন্তর্জাতিক ওয়ানডে রান পূর্ণ করেন রোহিত। ৩৬ বলে ৭টি চারের সুবাদে ৪১ রান করে রোহিত এদিন ফেরেন। তাসকিন আহমেদের বলে কভারের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে তাসকিন আহমেদের হাতে ক্যাচ তুলে দেন। রোহিত-শুভমন মিলে প্রথম উইকেটে ৯.৫ ওভারে তুলে দেন ৬৯ রান।   

5/5

ভারতের ইনিংস

India Innings

রোহিত ফেরার পর শুভমনের হাত শক্ত করতে এসেছিলেন বিরাট কোহলি। তবে ৩৮ বলে ২২ রানের ইনিংস খেলে ফেরেন। সৌম্য সরকারের বলে রিশাদ হোসেনর হাতে ক্যাচ তুলে দেন। ভারত ২৩ ওভারের ভিতর ১১২ রানে দুই উইকেট হারায়। এরপর চারে শ্রেয়স আইয়ার নেমে ১৭ বলে ঝোড়ো ১৫ রানের ইনিংস খেলে ফেরেন। মুস্তাফিজুরের বলে তিনি শান্তর হাতে ক্যাচ তুলে দেন উঁচু করে শট মারতে গিয়ে। এরপর পাঁচে নেমে  অক্ষর প্যাটেলও (১২ বলে ৮) ফ্লপ হন। ১৪৪ রানে ভারত হারিয়ে ফেলে ৪ উইকেট। শ্রেয়স এবং অক্ষর, দু'জনেই অবিবেচকের মতো শট মেরে উইকেট ছুড়ে দিয়ে আসেন। এরপর কেএল রাহুল (জোড়া জীবনদান পেয়েছেন) ও গিল মেলে বাকি কাজটা সেরে ফেলেন। অসাধারণ শুভমন এদিন কেরিয়ারের অষ্টম ওডিআই শতরানের স্বাদ পেলেন। তিনি   করলেন ১২৯ বলে ১০১। হাঁকালেন ৯টি চার ও ২টি ছয়। রাহুল ৪৭ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেললেন। মেরেছেন একটি চার ও দুটি ছয়। আগামী ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান।