কেন্দ্রীয় সরকারের এই নিয়ম লাগু হলেই এক লাফে বেশ খানিকটা বেড়ে যাবে আপনার বেতন

Aug 05, 2018, 11:57 AM IST
1/4

বাড়তে চলেছে আপনার টেক হোম বেতন। কারণ পিএফ-এ আপনার অবদান কমানোর সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। এতদিন মূল বেতনের ১২ শতাংশ পিএফ হিসাবে জমা পড়ত। এবার তা ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। 

2/4

বর্তমানে যে কোনও নথিভুক্ত কর্মচারীর মূল বেতনের ২৪ শতাংশ হিসাবে পিএফ জমা পড়ে। এর মধ্যে ১২ শতাংশ দিতে হয় কর্মীকে। বাকি ১২ শতাংশ দেয় সংস্থা। 

3/4

সূত্রের খবর, সামাজিক সুরক্ষা প্রকল্পে এই যোগদানের পরিমান কমানোর কথা ভাবছে কেন্দ্র। এজন্য একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। অগাস্টের শেষে তার রিপোর্ট জমা পড়তে পারে। কমানো হতে পারে অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের যোগদানের পরিমানও।

4/4

বর্তমানে দেশে প্রায় ১০ কোটি মানুষ সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় রয়েছেন। এই সংখ্যা বাড়িয়ে ৫০ কোটি করার কথা ভাবছে সরকার। সূত্রের খবর, নতুন নিয়ম চালু হলে যোগদান কমিয়ে ১০ শতাংশ করতে পারে সরকার।