1/5
স্কুলে পড়াশোনা নয়, চলে নেশা-কুকর্ম!
2/5
স্কুলে পড়াশোনা নয়, চলে নেশা-কুকর্ম!
শিক্ষকদের অভিযোগ, স্কুলের আশপাশের পরিবেশ লেখাপড়ার অযোগ্য হয়ে উঠেছে। নোংরা কাজকর্মের আখড়া হয়ে উঠেছে জলপাইগুড়ির সদর ব্লকের নারায়ণপুর খারিজা বেরুবাড়িতে টেপড়ামণি নারায়ণপুর স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়। জলপাইগুড়ি শহর থেকে মাত্র প্রায় ১২ কিলোমিটার দূরে রয়েছে টেপড়ামণি নারায়ণপুর স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে জরাজীর্ণ অবস্থা এই স্কুলের।
photos
TRENDING NOW
3/5
স্কুলে পড়াশোনা নয়, চলে নেশা-কুকর্ম!
4/5
স্কুলে পড়াশোনা নয়, চলে নেশা-কুকর্ম!
5/5
স্কুলে পড়াশোনা নয়, চলে নেশা-কুকর্ম!
শিক্ষকদের অভিযোগ, রাত হলেই স্কুলের মধ্যে বসে নেশার আসর। শুধু তাই নয় বিভিন্ন ধরনের নোংরা কাজকর্মও চলে স্কুলের মধ্যেই। বহুবার প্রশাসনকে জানানোর পরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। স্কুলের চারপাশ আবর্জনায় ভরে রয়েছে। মদের বোতলে পড়ে রয়েছে চারদিকে। শিক্ষক-শিক্ষিকাদের আবেদন বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন করে স্কুলের পরিবেশ ঠিক রাখার ব্যবস্থা করা হোক।
photos