Relationship Tips: প্রিয় মানুষের সঙ্গে বাড়ছে দূরত্ব! সম্পর্ক অটুট রাখুন এই নিয়মেই
কেরিয়ারের কারণে সদ্য পাতা সংসার ছেড়ে উড়ান স্ত্রী বা স্বামীর
একটু যদি হিসেব নিকেশ করে পা ফেলা যায়, তাহলে খুব সহজেই সম্পর্ক মধুময় হয়ে উঠতে পারে
1/5
বহু দম্পতিই এই ভাবে সংসার করতে বাধ্য হচ্ছেন
![বহু দম্পতিই এই ভাবে সংসার করতে বাধ্য হচ্ছেন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/09/353471-couples-prblm.jpg)
নিজস্ব প্রতিবেদন: বিয়ের পরেও কি Long Distance Relationship? বিয়ের পরে অফিসের কারণেই দুজনের মধ্যে কাউকে বিদেশে থাকতে হতে পারেই। কেরিয়ারের কারণে সদ্য পাতা সংসার ছেড়ে উড়ান স্ত্রী বা স্বামীর। দাম্পত্য এখন হোয়াটসঅ্যাপ, ফেসবুকে। দেখা-সাক্ষাৎ ভিডিও কলে। মাঝে মধ্য়েই ভুল বোঝাবুঝি। রাগ-অনুরাগ। বহু দম্পতিই এই ভাবে সংসার করতে বাধ্য হচ্ছেন। অনেক সময়ই এই দূরান্তের সম্পর্ক এগিয়ে নিয়ে চলা হয়ে পড়ছে কঠিন। তবে একটু যদি হিসেব নিকেশ করে পা ফেলা যায়, তাহলে খুব সহজেই সম্পর্ক মধুময় হয়ে উঠতে পারে।
2/5
স্বামী-স্ত্রীর মাঝে যদি সময়ের ব্যবধান বেশি থাকলে নির্দিষ্ট সময় কথা বলার জন্য় রাখুন
![স্বামী-স্ত্রীর মাঝে যদি সময়ের ব্যবধান বেশি থাকলে নির্দিষ্ট সময় কথা বলার জন্য় রাখুন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/09/353470-couples-prb.jpg)
photos
TRENDING NOW
3/5
মাঝে মধ্যে ভিডিও কল করুন
![মাঝে মধ্যে ভিডিও কল করুন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/09/353469-couple-two.jpg)
4/5
জন্মদিন বা কোনও উৎসবে ভিডিও কল করুন
![জন্মদিন বা কোনও উৎসবে ভিডিও কল করুন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/09/353468-couple-one.jpg)
5/5
সব সময় পজিটিভ কথা বলুন
![সব সময় পজিটিভ কথা বলুন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/11/09/353467-couplegoal.jpg)
photos