ভারতে ২৫০ সিসি মোটরসাইকেল আনছে Harley Davidson

Aug 05, 2018, 16:50 PM IST
1/5

সাধ থাকলেও সাধ্যে কুলায় না, এমন হার্লে প্রেমী এদেশে কম নয়। তাদের জন্য রয়েছে সুখবর। ভারতের জন্য ২৫০ সিসির মোটরসাইকেল বানানোর পরিকল্পনা করেছে মার্কিন সংস্থাটি। সংস্থার তরফে এই খবরের সত্যতা ইতিমধ্যে স্বীকার করা হয়েছে। 

2/5

জানা গিয়েছে, হার্লে ডেভিডসন ২৫০-৫০০ সিসি ক্ষমতার মোটরসাইকেল বানাতে চলেছে। এর জন্য স্থানীয় কোনও সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারা তারা। সংস্থার তরফে জানানো হয়েছে, ব্যবসা বাড়াতেই কম ক্ষমতার মোটরসাইকেল বানানোর সিদ্ধান্ত নিয়েছে হার্লে ডেভিডসন। 

3/5

বর্তমানে ভারতে সব থেকে কম ৭৫০ সিসি ক্ষমতার মোটরসাইকেল বিক্রি করে হার্লে ডেভিডসন। স্ট্রিট ৭৫০ নামে এই মোটরসাইকেল জনপ্রিয় হলেও অধিকাংশ মানুষের ধরাছোঁয়ার বাইরে। কম ক্ষমতার অপেক্ষাকৃত সস্তা মোটরসাইকেল আনলে ভারতে তাদের জনপ্রিয়তা আরও বাড়বে বলে মনে করছেন সংস্থার কর্তারা। 

4/5

কম ক্ষমতার মোটরসাইকেল তৈরির জন্য স্থানীয় কোনও সংস্থার সঙ্গে হার্লে ডেভিডসন গাঁটছড়া বাঁধতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই বাণিজ্যিক মডেলেই ইতিমধ্যে ভারতের বাজারে এসেছে ট্রায়াম্ফ ও বিএমডাব্লুর মতো সংস্থা। বিএমডাব্লু চুক্তি করেছে টিভিএসের সঙ্গে। 

5/5

ক্রুজার মোটরসাইকেল তৈরির জন্য গোটা বিশ্বে বিখ্যাত মার্কিন সংস্থা হার্লে ডেভিডসন। সংস্থার তরফে জানানো হয়েছে, ভারত তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। ফলে ভারতের চাহিদা সম্পর্কে গুরুত্ব দিয়ে ভাবছে তারা।