হাতের আঙুলে বা পাতের পায়ের পাতায় কি এমন লালচে র্যাশ হয়েছে? সতর্ক করলেন বিজ্ঞানীরা
|
Aug 14, 2020, 10:04 AM IST
1/5
প্রায় ১৬০০ জনের উপর সমীক্ষা চালিয়ে ‘কোভিড সিমটম স্টাডি’-র সঙ্গে যুক্ত একদল বিজ্ঞানী একটি নতুন লক্ষণ বা উপসর্গের সন্ধান দিলেন। ছবি: কোভিড সিমটম স্টাডি।
2/5
এই লক্ষণ বা উপসর্গ দেখে অনেকেই একে সাধারণত ত্বকের সমস্যা বা চর্মরোগ বলে ভুল করতে পারেন। তবে বিজ্ঞানীদের দাবি, এগুলি করোনার প্রাথমিক উপসর্গ হতে পারে! ছবি: কোভিড সিমটম স্টাডি।
photos
TRENDING NOW
3/5
‘কোভিড সিমটম স্টাডি’-র সঙ্গে যুক্ত গবেষকদের দাবি, হাত ও পায়ের আঙুলের উপর লালচে র্যাশ বা লালচে হয়ে ফুলে ওঠা করোনার প্রাথমিক উপসর্গ হতে পারে! ছবি: কোভিড সিমটম স্টাডি।
4/5
‘কোভিড সিমটম স্টাডি’-র সঙ্গে যুক্ত গবেষকরা জানান, করোনার এই ধরনের উপসর্গ সাধারণত শিশু ও কিশোরদের মধ্যেই বেশি দেখা গিয়েছে। ছবি: কোভিড সিমটম স্টাডি।
5/5
গবেষকদের মতে, এই ধরনের লালচে র্যাশ কোনও ত্বকের সমস্যা বা চর্মরোগের কারণেও হতে পারে। তবে হঠাৎ করে এই রকম র্যাশ বেরলে বা লালচে হয়ে ফুলে উঠলে পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। ছবি: কোভিড সিমটম স্টাডি।