'নরকের' হদিশ পেল বিজ্ঞানীরা! যেখানে বইছে গনগনে লাভা সঙ্গে পাথর বৃষ্টি
Dec 05, 2020, 15:26 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: সত্যিই কি নরকের হদিশ পেলেন বিজ্ঞানীরা! নরক বলতে যা যা আনুষাঙ্গিক বৈশিষ্ট মনে আসে, ঠিক তেমনই রূপ এক অপরিচিত গ্রহের। যার হদিশ মিলতেই অবাক মহাকাশ বিজ্ঞানীরা।
2/5
নাসার কেপলার স্পেস টেলিস্কোপ ও স্পিৎজার স্পেস টেলিস্কোপে ধরা দিয়েছে এই গ্রহ। যার নাম হেল এক্সোপ্ল্যানেট। পোশাকি নাম কে২-১৪১বি।
photos
TRENDING NOW
3/5
বিজ্ঞানীরা জানিয়েছেন, গনগনে লাভার সমুদ্র রয়েছে ওই গ্রহে। উল্কাবৃষ্টি হচ্ছে ক্রমশ। ঝোড়ো হাওয়ার ঝাপটা। তোলপাড় হয়ে হচ্ছে গোটা গ্রহ। চরমভাবাপন্ন তাপমাত্র দেখ গিয়েছে ওই গ্রহে।
4/5
ঠিক অন্য পিঠেই হাড় হিম করা ঠান্ডা। বরফে ঢাকা। তুষারপাত চলছে। ওই গ্রহে প্রাণ থাকার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।
5/5
বিজ্ঞানীরা জানাচ্ছে, এই গ্রহের নক্ষত্র তার অক্ষের চারিদিকে ঘোরে না। এক জায়গায় স্থির থাকে। এই গ্রহের একদিকের তাপমাত্রা জ্বালিয়ে পুড়িয়ে দেবে। অন্যদিকে কনকনে জমে যাওয়ার মতো ঠান্ডা।
উল্লেখ্য, আদতে নরক নয়। কল্পনার নরকের মতোই এই গ্রহটি। বিজ্ঞানীরা এই গ্রহের নাম দিয়েছেন হেল এক্সোপ্ল্যানেট।