1/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/26/328762-himachal-pradesh-6.jpg)
করোনা, লকডাউন, Work From Home, কোভিড বিধিনিষেধ নিয়ে জীবনে একঘেয়েমি এসে গিয়েছে? জীবনের স্বাদ বদল করতে ঘুরে আসতেই পারেন কাছাকাছি কোথাও, আর ঘুরতে কে না ভালবাসে! আপনি যদি Himachal Pradesh ভ্রমণের পরিকল্পনা করেন তবে ৩০ জুনের পরেই যান কারণ দেশে করোনার ক্রমহ্রাসমান কেস বিবেচনায় আনলক করার প্রক্রিয়াটি অনেক রাজ্যেই ত্বরান্বিত হচ্ছে। পর্যটন ক্ষেত্রেও ছাড় শুরু হয়েছে।
2/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/26/328760-himachal-pradesh-5.jpg)
যে সমস্ত পর্যটকরা ইতিমধ্যেই ঘুরতে যাবেন বলে, ই-পাসের জন্য আবেদন করছিল তাদের মধ্যে অনেককেই সমস্যার মুখোমুখি হতে হয়েছে, তবে যদি হিমাচল প্রদেশ ঘুরে দেখার পরিকল্পনা করেন ১ জুলাই থেকে হিমাচল আগত পর্যটকদের রাজ্যে প্রবেশের সময় ই-পাসের প্রয়োজনীয়তা নেই। ১ জুলাই থেকে ৫০% স্টেট বাস এমনকি প্রাইভেট বাসও আন্তঃরাজ্য চলাচল করবে। হিমাচলে অফিসে ১ জুলাই থেকে কাজ শুরু।
photos
TRENDING NOW
3/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/26/328758-himachal-pradesh-4.jpg)
4/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/26/328757-himachal-pradesh-3.jpg)
হিমাচল প্রদেশে মন্ত্রিসভার বৈঠকে কোভিড পরিস্থিতিতে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তারমধ্যে ১ জুলাই থেকে রাত ১০ টা পর্যন্ত রাজ্যে রেস্তোরাঁগুলিকে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। জনগণের মোট অভ্যন্তরীণ ক্ষমতার ৫০% পর্যন্ত সামাজিক জমায়েতে যোগদানের অনুমতি পাবে। ১০০ জন লোকের মধ্যে ৫০ টি অভ্যন্তরীণ এবং বহিরঙ্গন অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।
5/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/26/328756-himachal-pradesh-2.jpg)
6/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/26/328755-himachal-pradesh-1.jpg)
7/7
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/26/328754-himachal-pradesh.png)
photos