HMPV | Union Health Ministry: চিনে দৌরাত্ম্য করা নতুন ভয়ংকর ভাইরাস নিয়ে এবার ভাবতে বসল ভারতও! কেন হঠাৎ?
Union Health Ministry on Human Metapneumovirus: কেরালায় এখনই শুরু হয়ে গিয়েছে এইচএমপিভি নিয়ে চিন্তাভাবনা। সেখানকার স্বাস্থ্যমন্ত্রী রাজ্যবাসীর জন্য বিশেষ সতর্কবার্তাও দিয়েছেন। আর বাকি ভারতে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে জরুরি বৈঠক হয়ে গেল চিনে দৌরাত্ম্য করা নতুন ভাইরাস (HMPV) নিয়ে। নতুন বছর পড়তে না পড়তেই শিয়রে দেখা গিয়েছে এই হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)-র নখ-দাঁত। একটি সোশ্যাল পোস্টের জেরে বিষয়টি সম্প্রতি সামনে এসেছে। সেখানে বলা হয়েছে, ইতিমধ্যেই চিনের নানা প্রান্তে দ্রুতগতিতে ছড়াচ্ছে এই ভাইরাস। আর অন্যত্র? বা ভারতে?
1/6
হিউম্যান মেটানিউমো ভাইরাস
2/6
সতর্কতা
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry on Human Metapneumovirus) তরফে একটি বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টরেট জেনারেল, 'হু'-র প্রতিনিধি, দিল্লি এইমস, বিপর্যয় মোকাবিলা সেল এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চের বিশেষজ্ঞরা। ওই বৈঠকের পরেই বিবৃতি দিয়ে জানানো হয়, ভারতে এর সংক্রমণের হার এখনও পর্যন্ত বৃদ্ধি পায়নি।
photos
TRENDING NOW
3/6
কেরালায়
4/6
স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ
কেরালার স্বাস্থ্যমন্ত্রী (Kerala health minister) বয়স্ক মানুষ এবং অন্তঃসত্ত্বাদের মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ শনিবার এর পাশাপাশি আতঙ্ক না ছড়াবার কথাও বলেছেন। বলেছেন, চিনের রোগ নিয়ে এত দুশ্চিন্তার কিছু নেই। তবে, সতর্ক হতে তো দোষ নেই! সেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তিনি যাঁরা কোনও শারীরিক সমস্যায় ভুগছেন তাঁদের, অন্তঃসত্ত্বা ও বয়স্ক মানুষদের মাস্ক পরতে শুরু করার পরামর্শ দিয়েছেন। বাচ্চারা অসুস্থ হলে তাদের আপাতত স্কুলে পাঠানোর দরকার নেই, বলেছেন এমন কথাও।
5/6
নতুন করে সংক্রমণ
6/6
আপাতত উদ্বেগমুক্ত, তবে...
ভারতের স্বাস্থ্য মন্ত্রকের মতে, এর সংক্রমণ নিয়ে এখনই চিন্তিত হতে হবে না ভারতবাসীকে। চিনে সংক্রমণের ঘটনার উপর নজরে রাখলেও ভারতের পরিস্থিতি আপাতত উদ্বেগমুক্ত। তবে দেশবাসীকে নিরুদ্বিগ্ন থাকার পাশাপাশি সচেতন থাকতেও বলা হয়েছে। বিশেষ করে নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে।
photos