Oscars 2022: অস্কারের মঞ্চ থেকে বার্তা, ইউক্রেনের পাশে দাঁড়াল হলিউড

Mar 28, 2022, 13:48 PM IST
1/8

মিস্টার অ্যান্ড মিসেস জ্যাকসন

LaTanya Richardson Jackson and Samuel L. Jackson

নিজস্ব প্রতিবেদন: ২৭ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছিল চাঁদের হাট। করোনা অতিমারি কাটিয়ে পুরনো ছন্দে ফিরল অস্কার। প্রতিবারের মতো এবারও রেড কার্পেটে নজর কাড়লেন অভিনেতারা। তবে এবার অস্কারের মঞ্চ থেকে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়াল হলিউড।   

2/8

বেনেডিক্ট কামবারব্যাচ

Benedict Cumberbatch

অস্কারের রাতে ব্লেজারে ইউক্রেনের পতাকা ব্যাচ হিসাবে পরে হাজির হলেন বেনেডিক্ট কামবারব্যাচ  

3/8

টেলর পেরি

Tyler Perry

এবছর যাঁরা প্রয়াত হয়েছেন তাঁদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য জানান টেলর পেরি। টেলার ইউক্রেনের সাপোর্টে ব্লেজারে জুড়েছেন নীল সাদা রিবন।   

4/8

ডিয়ান ওয়ারেন

Diane Warren

হলিউডের গীতিকার ও মিউজিশিয়ান ডিয়ান ওয়ারেন পরেছিলেন একটি সবুজ রঙের স্যুট, সঙ্গে রেডিও ক্লাচ। তিনিও ব্লেজারে জুড়েছিলেন নীল রিবন।   

5/8

ইয়ন ইউ ইয়ং

Youn Yuh-jung

গত বছর মিনারির জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন Youn Yuh-jung। এবছর ইউক্রেনের সাপোর্টে 'Stand with Refugees' রিবন পরেছিলেন তিনি।   

6/8

জ্যাসন মোমোয়া

Jason Momoa

Jason Momoa তাঁর ব্লেজারে রেখেছিলেন নীল হলুদ পকেট স্কোয়ার।   

7/8

ফ্রাঙ্কিস ফোর্ড কোপোলা এবং এলেনর কোপোলা

Francis Ford Coppola and Eleanor Coppola

'দ্য গডফাদার' ছবির পরিচালক Francis Ford Coppola ইউক্রেনের সাপোর্টে ব্লেজারে লাগিয়েছিলেন ইউক্রেনের পতাকার পিন।   

8/8

জ্যামি লি কার্টিস

Jamie Lee Curtis

'ইউক্রেনের নাগরিকদের সঙ্গে যে অন্যায় হচ্ছে তা এই সময়ের সবচেয়ে ভয়াবহ ঘটনা।' অস্কারের মঞ্চ থেকে সরব Jamie Lee Curtis।