Ajker Rashifal | Horoscope Today: বিবাহিত জীবনে ঝামেলায় কর্কট, স্ত্রী-র প্রতি বিরক্ত থাকবে মীন, পড়ুন রাশিফল

Ajker Rashifal, 11 February 2025, Horoscope Today: Daily Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces Rashifal - কেমন কাটবে আজকের দিন?  

Feb 11, 2025, 09:20 AM IST
1/12

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)

স্বাস্থ্যের দিক থেকে মন্দ কাটবে। নিজের ব্যাপারে সতর্ক হন। আর্থিক লেনদেন ভাল হবে। পারিবারিক উত্তেজনায় মন খারাপ থাকবে। দুঃসময় অনেক কিছু শেখাবে। মনে করে নতুন টাকা রোজগারের দিকে ধ্যান দিন। পুরনো কথায় ঝগড়া হতে পারে। 

2/12

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

 বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

একঘেয়েমি কাজ থেকে দূরে থাকুন। প্রেমঘটিত আজকে ভাল সুযোগ রয়েছে। বেশি মন জুগিয়ে চলতে পারবেন না। কর্মক্ষেত্রে আজ সুন্দর ভাব থাকবে। নিরর্থক বিতর্কে আপনার সময় নষ্ট হতে পারে।

3/12

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)

দীর্ঘ ভ্রমন এড়ানোই ভাল। দুর্বল থাকবেন, মানসিক চাপ নেবেন না। বাস্তবতা থেকে সুবিধা পাবেন। সঙ্গী সাহায্যকারী হবে। ভালবাসায় যেন ব্যাঘাত না ঘটে। নতুন পরিকল্পনা নেওয়ার চেষ্টা করুন। 

4/12

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

বিবাহিত জীবনে ঝামেলা থাকবে। মেধা ক্ষমতা আপনার অক্ষমতাকে জয় করতে সাহায্য করবে। ইতিবাচক চিন্তার মাধ্যমেই আপনি সমস্যার সমাধান করতে পারবেন। আপনার অর্থের ক্ষতি হতে পারে।

5/12

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)

মানসিক আশঙ্কা বিচলিত করতে পারে। ইতিবাচক চিন্তা রাখুন। নতুন টাকা পয়সা অর্জনের সুযোগ। বাড়ি এবং পরিবেশে বেশ কিছু পরিবর্তন হবে। প্রেমের সম্ভাবনা আছে। কিছু সম্পর্ক আপনার কারণেই নষ্ট হতে পারে। 

6/12

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)

পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। সকলের সম্পর্কে ধারণা থাকা উচিত। ঘরের বাইরে অনেকেই আপনার শত্রু। নিজের মনকে শান্ত রাখুন। টাকা পয়সা আজকে নিরাপদ স্থানে রাখুন।

7/12

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)

স্বাস্থ্য ভাল রাখুন। অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বাড়বে। প্রত্যাশা অনুযায়ী কাজ করুন। হতাশ হতে পারেন।  স্বপ্নপূরণে উৎসাহ দরকার। প্রেমের জীবনে বিতর্ক। দক্ষতা বাড়াতে হবে, বেশ কিছু সমস্যা চাপে ফেলবে। 

8/12

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

ব্যবসায় বিনিয়োগে লাভ। অজথা কারওর দোষ খুঁজবেন না। আপনার মনমত কিছু নাও হতে পারে। প্রেমের দিকে বেশি এগোবেন না। সাম্প্রতিক ঘটনায় বিরক্ত হবেন। দীর্ঘ অসুস্থতা থেকে মুক্তি পাবেন।

9/12

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)

স্বাস্থ্য ভাল রাখুন। প্রয়োজনে নিজের শরীরের দিকে নজর দিন। শরীরচর্চায় লেগে থাকুন। অর্থ সাশ্রয় করতে হবে। নিজেকে সংরক্ষণ করতে হবে। আত্মীয়ের থেকে বার্তা অনেক কিছু বদলাতে পারে। নিজের জন্য সময় বের করুন। সমস্যা উরিয়ে দেবেন না। 

10/12

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

সম্পত্তি ভাল দামে বিক্রি করা যেতে পারে। লাভ লোকসান বুঝতে হবে। অন্যের জীবন বাঁচাতে সাহায্য করুন। অনেকেই আপনাকে অনুপ্রাণিত করবেন। সমাজের কথা চিন্তা করে লাভ নেই। উচ্ছ্বাস থাকবে। আজ প্রচুর সমস্যা থাকবে।

11/12

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)

বিনোদন থাকবে। বাইরের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কাছের মানুষের কী প্রয়োজন সেটি জানুন। খরচ বুঝে শুনে করুন। আজ ধৈর্য সীমিত হবে। প্রকল্প নেওয়ার আগে দুবার ভাবুন। নিজের প্রতি যত্নবান হন। 

12/12

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)

অযথা গুজব রটাবেন না। স্ত্রীর প্রতি বিরক্ত হবেন না। পারিবারিক দিকে সমস্যা থাকতে পারে। অন্যকে অবহেলা করবেন না। পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে ভাল সময়। আপনার সময় খারাপ, পশ্তাবেন!   (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)