Monkey | Sri Lanka: সেই হনুমানই ফের মুখ পোড়াল লঙ্কার! বদবুদ্ধিতে এক নিমেষেই অন্ধকারে গোটা দেশ...

Sri Lanka power cut: অবাককাণ্ড! হনুমানের কারণেই নাকি ফের একবার নাস্তানাবুদ সিংহল প্রদেশ অর্থাত্‍ শ্রীলঙ্কা।  পুরো শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিপর্যয় নাকি বাঁদরের কারণেই...

Feb 10, 2025, 19:48 PM IST
1/6

শ্রীলঙ্কায় ফের লঙ্কাকাণ্ড

Sri Lanka power cut

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লঙ্কাকাণ্ড বাঁধিয়েছিল হনুমান। এবার আরও এক হনুমানের কারণেই নাকি দেশ জুড়ে অন্ধকার নেমে এল নিমেষে। ঠিকই ধরেছেন হনুমানের কারণেই নাকি ফের একবার নাস্তানাবুদ সিংহল প্রদেশ অর্থাত্‍ শ্রীলঙ্কা। 

2/6

শ্রীলঙ্কায় ফের লঙ্কাকাণ্ড

Sri Lanka power cut

রবিবার শ্রীলঙ্কার বিদ্যুৎ গ্রিডের একটি সাব-স্টেশনে ‘হানা’ দেয় এক হনুমান। তাতেই পুরো শ্রীলঙ্কায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। দেশজুড়ে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। 

3/6

শ্রীলঙ্কায় ফের লঙ্কাকাণ্ড

Sri Lanka power cut

শ্রীলঙ্কায় দেশব্যাপী ব্ল্যাকআউটের জন্য কলম্বোর দক্ষিণে ওই পাওয়ার স্টেশনে বাঁদরের উপদ্রবকেই দায়ী করা হচ্ছেে। কারণ ঘটনার ৩ ঘণ্টা পেরিয়েও অবস্থা স্বাভাবিক করতে পারেনি সে দেশ। 

4/6

শ্রীলঙ্কায় ফের লঙ্কাকাণ্ড

Sri Lanka power cut

পাঁচ থেকে ছয় ঘণ্টা পর থেকে বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিদ্যুৎ-সংযোগ স্বাভাবিক হতে শুরু করে। শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী কুমারা জয়াকোদি জানান, বাঁদর আমাদের গ্রিড ট্রান্সফরমারের সংস্পর্শে এসে সিস্টেমে গন্ডগোল করেছে। 

5/6

শ্রীলঙ্কায় ফের লঙ্কাকাণ্ড

Sri Lanka power cut

যদিও সেই হনুমান বিপদ সীমার বাইরে। যদিও সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে হাসির রোল উঠেছে। একজন লিখেছেন, দুর্বৃত্ত এক বাঁদর কলম্বোর সাবস্টেশনে ঢোকার পর শ্রীলঙ্কার পুরো পাওয়ার গ্রিড ব্যর্থ হয়ে গেছে। মানে একটি বাঁদর = সার্বিক বিশৃঙ্খলা। 

6/6

শ্রীলঙ্কায় ফের লঙ্কাকাণ্ড

Sri Lanka power cut

আবার অনেকে লেখেন, ‘একটি বাঁদর পূর্ণাঙ্গ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। কাঠামো নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে?’ অন্য এক ইউজারের কথায়,  ‘বিদ্যুৎকেন্দ্রের ভেতরে বাঁদরের লড়াইয়ে হওয়ায় পুরো দ্বীপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ঘটনা শুধু শ্রীলঙ্কাতেই ঘটতে পারে।’