Metro fare hiked: একলাফে ৫০ শতাংশ বাড়ল মেট্রো ভাড়া! সর্বোচ্চ কত হল? নিত্যযাত্রীদের মাথায় হাত...

Metro fare hike: বেড়েছে স্মার্ট কার্ডের ন্যূনতম ব্যালেন্সও। তবে স্মার্টকার্ড ব্যবহারকারীদের জন্য রয়েছে ছাড়ের 'গিফট'ও! প্রথমবার মেট্রোয় আওয়ার প্রাইসিং-ও। 

Feb 10, 2025, 19:04 PM IST
1/6

ভাড়া বাড়ল মেট্রোর, একলাফে ৫০ শতাংশ!

Bengaluru Namma Metro Fare Hike

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেট্রোর ভাড়া যে বাড়তে চলেছে, সেই ঘোষণা আগেই হয়েছিল। কিন্তু কত বাড়বে ভাড়া? তা তখন চূড়ান্ত হয়নি। অবশেষে বর্ধিত ভাড়া সামনে এল। একলাফে ৫০ শতাংশ বাড়ছে মেট্রোর ভাড়া।   

2/6

ভাড়া বাড়ল মেট্রোর, একলাফে ৫০ শতাংশ!

Bengaluru Namma Metro Fare Hike

আর তা লাগু হয়েছে আজ সোমবার থেকেই। এতেই মাথায় হাত নিত্যযাত্রীদের। আসলে কলকাতার মতো বেঙ্গালুরুরও 'লাইফলাইন' নাম্মা মেট্রো। ট্রাফিক জ্যাম এড়িয়ে শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্তে পৌঁছতে মেট্রোকেই বেছে নেন লাখ লাখ নিত্যযাত্রী।   

3/6

ভাড়া বাড়ল মেট্রোর, একলাফে ৫০ শতাংশ!

Bengaluru Namma Metro Fare Hike

এখন BMRCL বা বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড ৫০ শতাংশ ভাড়া বাড়ানোর ফলে যে পকেটে টান পড়তে চলেছে সবার, একথা বলাই বাহুল্য। কারণ ৫০ শতাংশ ভাড়া বাড়ার ফলে মেট্রোর সর্বোচ্চ ভাড়া ৬০ টাকা থেকে এখন বেড়ে দাঁড়াচ্ছে ৯০ টাকা।   

4/6

ভাড়া বাড়ল মেট্রোর, একলাফে ৫০ শতাংশ!

Bengaluru Namma Metro Fare Hike

একনজরে দেখে নেওয়া যাক, কত কিলোমিটারে মেট্রো ভাড়া কত হচ্ছে? ০-২ কিমি– ১০ টাকা, ২-৪ কিমি – ২০ টাকা, ৪-৬ কিমি– ৩০ টাকা, ৬-৮ কিমি – ৪০ টাকা, ৮-১০ কিমি – ৫০ টাকা, ১০-১২ কিমি – ৬০ টাকা, ১৫-২০ কিমি – ৭০ টাকা, ২০-২৫ কিমি – ৮০ টাকা, ২৫-৩০ কিমি ও তার উপরে ৯০টাকা।  

5/6

ভাড়া বাড়ল মেট্রোর, একলাফে ৫০ শতাংশ!

Bengaluru Namma Metro Fare Hike

একইসঙ্গে মেট্রো স্মার্ট কার্ডের ন্যূনতম ব্যালেন্স ৫০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৯০ টাকা। ভাড়া বাড়ানোর পাশাপাশি, এই প্রথমবার মেট্রোয় কার্যকর হচ্ছে অ্যাপ বাইক বা অ্যাপ ক্যাব বুকিংয়ের মতো পিক ও নন-পিক আওয়ার প্রাইসিং।   

6/6

ভাড়া বাড়ল মেট্রোর, একলাফে ৫০ শতাংশ!

Bengaluru Namma Metro Fare Hike

মেট্রোয় ভিড় নিয়ন্ত্রণে স্মার্টকার্ড ব্যবহারকারীদের 'গিফট' দিচ্ছে BMRCL। পিক আওয়ারে স্মার্টকার্ড ব্যবহারীরা ৫ শতাংশ ও নন-পিক আওয়ারে আরও অতিরিক্ত ৫ শতাংশ মানে মোট ১০ শতাংশ ছাড় পাবেন স্মার্ট কার্ড ব্যবহারকারীরা।