Road Accident: বাড়ি ফেরা আর হল না, খালে পড়ে দেহ! বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক মৃত্যু দুই বন্ধুর...

North 24 Paragana: বাড়ি ফেরা হল না দুই বন্ধুর। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে মর্মান্তিক পড়ে মৃত হল দুই বন্ধুর।

Feb 10, 2025, 18:55 PM IST
1/6

শ্রীকান্ত ঠাকুর: পথদুর্ঘটনার খবর যেন নিত্যদিনের খবরের মতসাধারণ হয়ে দাঁড়িয়েছে। ফের বাইক দুঘর্টনায় মর্মান্তিক মৃত্যু দুই বন্ধুর। বাইক নিয়ে দুই বন্ধু বাড়ি ফিরছিল। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে মৃত হল দুই বন্ধুর।  

2/6

ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার উদয় গ্রামে। ঘটনায় সোমবার ওই দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসেছেন গঙ্গারামপুর থানার পুলিস।

3/6

পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবককে নাম উসুপ মার্ডি (৩৬) ও নৃপেণ বর্মন (৩৭)। দুজনের বাড়িই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার উদয় গ্রামে।

4/6

এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ওই দুই যুবক নয়লাকুড়ি থেকে বাড়ি ফিরছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়ানজুলিতে পড়ে যায়। 

5/6

ভোরে ওই গ্রামের মানুষেরা ওই দুই যুবককে মৃত অবস্থায় নয়ানজুলিতে পড়ে আছে। তাদের দেখে তড়িঘড়ি খবর দেয় গঙ্গারামপুর থানার পুলিসকে। 

6/6

পুলিস ওই দুই যুবককে মৃতদেহ উদ্ধার করে পুলিস থানায় নিয়ে আসেন। পুরো ঘটনার তদন্তে পুলিস।