Maha Kumbh Mela 2025: এখনও কুম্ভের পথে পা বাড়াননি? জানেন, কী বিরল সুযোগ আপনি হেলায় হারাচ্ছেন? ১৪৪ বছর পরে তো আর...
Maha Kumbh Mela 2025 | Special Snan Dates: কেন মানুষ পাগলের মতো কুম্ভমেলার দিকে ছুটছেন? কেন তাঁরা চাইছেন ১২ ফেব্রুয়ারি অথবা ২৬ ফেব্রুয়ারিতে সেখানে পৌঁছতে, স্নান করতে? কারণ আছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সারা বিশ্বে যেন একটাই ঘটনা ঘটেছে। মহাকুম্ভ। বিশ্ব জুড়ে এই একটি হ্যাপেনিং নিয়ে মানুষ যে কী উচ্ছ্বসিত। আসলে ১৪৪ বছর বাদে এক বিরল যোগে এবারে কুম্ভ। তাই তো তা মহাকুম্ভ। কিন্তু এতদিন ধরে চলা মেলায় তো অনেকগুলি বিশিষ্ট দিন অতিক্রান্ত। তাহলে মানুষ এখনও কেন এত উদ্দীপ্ত?
1/6
শাহি স্নান
![শাহি স্নান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/10/520509-kumbh-1.png)
2/6
মাঘী পূর্ণিমা
![মাঘী পূর্ণিমা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/10/520508-kumbh-2.png)
photos
TRENDING NOW
3/6
শেষ দিন
![শেষ দিন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/10/520507-kumbh-3.png)
4/6
শিবরাত্রি!
![শিবরাত্রি!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/10/520506-kumbh-4.png)
5/6
কেন ১৪৪?
![কেন ১৪৪?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/10/520505-kumbh-5.png)
6/6
১২ ও ২৬!
![১২ ও ২৬!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/10/520504-kumbh-6.png)
কেন মানুষ পাগলের মতো কুম্ভমেলার দিকে ছুটছেন? কেন তাঁরা চাইছেন ১২ ফেব্রুয়ারি বা ২৬ ফেব্রুয়ারিতে সেখানে পৌঁছতে? কারণ আছে। ১২ ফেব্রুয়ারি পড়েছে মাঘী পূর্ণিমা, যে দিনটি এমনিতেই খুব পবিত্র দিন। বছর-বছর মানুষ এই দিনটিতে পুণ্যস্নান করেন। এবার সেটা মহাকুম্ভের মধ্যে পড়েছে। ফলে এটা নিয়ে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। আর মেলার শেষ দিন ২৬ ফেব্রুয়ারি পড়েছে মহাশিবরাত্রি। দিনটির গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। শিবের আশীর্বাদে দিনটি তীব্র ভাবে আধ্যাত্মিক শক্তির কেন্দ্র হয়ে থাকে। এমন একটি দিনে কুম্ভস্নানের সুযোগ কেউ হারাতে চাইছেন না। তাই সকলে দলে-দলে ছুটছেন। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)
photos