Kolkata Book Fair 2025: ১২ দিনে ২৭ লক্ষের জনজোয়ার! কোটি কোটি টাকার বই বিক্রি, রেকর্ড ভাঙল বইমেলা...

Publishers & Booksellers Guild: রবিবার ৯ ফেব্রুয়ারি ছিল আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষদিন। আবারও এক বছরের অপেক্ষা। স্বভাবতই মন ভারাক্রান্ত পাঠক থেকে প্রকাশদের। তবে মেলাশেষে মনখারাপ অনেকটাই ভাল করে তুলল বই বিক্রির পরিসংখ্যান। বিগত সব বছরের রেকর্ড সংখ্যক বই বিক্রি হয়েছে বলে দাবি গিল্ডের। সংখ্যাটা সত্যিই চমকপ্রদ। 

| Feb 10, 2025, 17:27 PM IST
1/8

বইমেলায় রেকর্ড বিক্রি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বইপ্রেমীরা সারাবছরের অপেক্ষায় থাকেন বইমেলার। গত ১২ দিনে বইমেলা প্রাঙ্গণে সেই জনজোয়ার তারই প্রমাণ। ছবি সৌজন্য: অপু দে (ফেসবুক)  

2/8

বইমেলায় রেকর্ড বিক্রি...

কলকাতা তথা রাজ্যই শুধু নয়, দেশ বিদেশের অনেক পাঠক-প্রকাশকই অংশ নেন আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। রবিবার ৯ ফেব্রুয়ারি ছিল আন্তর্জাতিক কলকাতা বইমেলার শেষদিন। ছবি সৌজন্য: ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার (ফেসবুক) 

3/8

বইমেলায় রেকর্ড বিক্রি...

এবছর বইমেলায় কত মানুষ এলেন, কত টাকারই বা বই বিক্রি হল, তা নিয়ে সকলের মনেই কৌতূহল থাকে। শেষদিনে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড দিল সেই হিসেব। ছবি সৌজন্য: ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার (ফেসবুক)   

4/8

বইমেলায় রেকর্ড বিক্রি...

এবছর বইমেলা শুরু হয়েছিল ২৮ জানুয়ারি। দুই সপ্তাহান্তেই বইমেলা প্রাঙ্গণ ছিল ভিড়ে ঠাসা। ছবি সৌজন্য: ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার (ফেসবুক)   

5/8

বইমেলায় রেকর্ড বিক্রি...

গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, এ বারের বইমেলায় ২৫ লক্ষ মানুষ এসেছিলেন, যা কিন্তু গতবারের তুলনায় কম। ছবি সৌজন্য: ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার (ফেসবুক)   

6/8

বইমেলায় রেকর্ড বিক্রি...

পাঠকদের সংখ্যা কমার অন্যতম কারণ হিসাবে তিনি বলেন যে গতবার বইমেলা ছিল ১৪ দিনের, এরমধ্যে দুইদিন ছিল ন্যাশনাল হলিডে। তবে এবছর বইমেলা ছিল ১২ দিনের। সেই কারণেই ভিড় কমেছে। ছবি সৌজন্য: ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার (ফেসবুক)   

7/8

বইমেলায় রেকর্ড বিক্রি...

ত্রিদিব চট্টোপাধ্যায় জানান যে এই বছরে বইমেলায় ২৫ কোটি টাকার বই বিক্রি হয়েছে । গত বারের তুলনায় প্রায় দু’কোটি বেশি। ছবি সৌজন্য: ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার (ফেসবুক)   

8/8

বইমেলায় রেকর্ড বিক্রি...

এবছরের বইমেলা শেষ হতেই বইপ্রেমীদের প্রশ্ন, পরের বছর কবে বইমেলা হবে? জানা যায়, আগামী বছর সম্ভবত জানুয়ারির শেষ থেকে ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্তই বসবে বইমেলার আসর। খুব শীঘ্রই ঘোষণা করা হবে তারিখ। ছবি সৌজন্য: ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার (ফেসবুক)