PM Modi | Pariksha Pe Charcha 2025: 'ব্যাটারদের মতো শুধু বলেই ফোকাস', পরীক্ষার্থীদের ৫ আগুনে পেপটক 'কোচ' নমোর...

Pariksha Pe Charcha 2025: জীবনের বড় পরীক্ষায় কীভাবে আসবে সাফল্য, রাস্তা দেখিয়ে দিলেন নমো...

Feb 10, 2025, 17:14 PM IST
1/7

কী এই পরীক্ষা পে চর্চা?

What Is Pariksha Pe Charcha 2025

২০১৮ সাল থেকে প্রতি বছর একটি বার্ষিক পরীক্ষা কেন্দ্রিক অনুষ্ঠানের আয়োজন করেন মোদী। যে অনুষ্ঠানে সারা দেশের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। বোর্ড এবং প্রবেশিকা পরীক্ষায় কীভাবে চাপমুক্ত থেকে স্বাচ্ছন্দ্যে দেওয়া যেতে পারে, সে বিষয়ে টিপস শেয়ার করেন তিনি। অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের একটি প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত করা হয়। প্রতিযোগিতার বিজয়ীদের অনুষ্ঠানে যোগদানের সুযোগ দেওয়া হয় এবং কিছু বিজয়ী সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের সুযোগ পান।

2/7

পরীক্ষা পে চর্চা ২০২৫

PM Modi At Pariksha Pe Charcha 2025

নরেন্দ্র মোদী পরীক্ষার্থীদের ৫ আগুনে পেপটক দিলেন। শনিবার প্রধানমন্ত্রী বার্ষিক 'পরীক্ষা পে চর্চা' কর্মসূচির অষ্টম সংস্করণ শুরু করলেন। নয়াদিল্লির সুন্দর নার্সারিতে পরীক্ষার্থীদের তিনি টিপস দিলেন, কীভাবে পরীক্ষার চাপ কমিয়ে শেখার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা যায়। ছাত্রছাত্রীদের তিনি 'পরীক্ষাযোদ্ধা' হিসেবেই দেখছেন। দেখে নেওয়া যাক মোদীর সেই টিপসগুলি কী কী...

3/7

পরীক্ষাই সবকিছু নয়

Exams Are Not Everything

মোদী এদিন সাফ বলে দিলেন যে, জীবনে 'পরীক্ষাই সবকিছু নয়', বুঝিয়ে দিলেন পাশ-ফেলের অনেক উপরে জীবন  

4/7

উপেক্ষা করতে হবে চিত্তবিক্ষেপ

 Ignore Distractions

মোদী পরীক্ষার্থীদের চাঙ্গা করতে একেবারে দুঁদে কোচ হলেন। টেনে আনলেন বাইশ গজের প্রসঙ্গ। তিনি বললেন, ' পরীক্ষা হলে একজন ব্যাটার হতে হবে, যে যেমন দর্শক এবং যাবতীয় বিক্ষেপ উপেক্ষা করে শুধু বলেই মনোযোগ করে, পরীক্ষার্থীদেরও তাই করতে হবে।'

5/7

চ্যালেঞ্জকে আলিঙ্গন

Embrace Challenges

মনকে চ্যালেঞ্জ জানানোর বার্তা দিলেন মোদী। তিনি বলনে, 'মনকে প্রশিক্ষিত করতে হবে নিজেকে চ্যালেঞ্জ জানানোর জন্য। সবসময় নিজের সীমা অতিক্রম করা উচিত।'  

6/7

সত্যিকারের নেতা

Be A True Leader

পরীক্ষার্থীদের পরীক্ষায় নেতা হয়ে ওঠার পাঠ মোদীর। তিনি জুড়লেন, 'একজন নেতা তখনই নেতা হন যখন তিনি জনগণের সমস্যাগুলি বুঝে সেগুলি নিয়ে কাজ করেন।'    

7/7

অতিরিক্ত চিন্তাভাবনা!

 Avoid Overthinking

'এই মুহূর্তে বাঁচো। যদি তুমি মুহূর্তে পুরোপুরি বাঁচতে না পার, তাহলে তা নষ্ট হয়ে যাবে।' পরীক্ষার্থীদের বর্তমানে থেকে আগামীর ফলাফল নিয়ে অহেতুক না ভাবারই পরামর্শ মোদীর...