Saif Ali Khan: 'বাবা, তুমি কি মরে যাবে?' রক্তে মাখা কুর্তা! তৈমুর হাসপাতালে নিয়ে গেল সইফকে...

Saif Ali Khan: গত মাসেই বান্দ্রার বাড়িতে ঢুকে সইফ আলি খানের উপর আক্রমণ চালায় এক অনুপ্রবেশকারী। একাধিক ছুরির আঘাতে গুরুতর আহত হন অভিনেতা। 

Feb 10, 2025, 15:50 PM IST
1/6

ভয়ংকর রাত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৬ জানুয়ারি সেই ভয়ংকর রাত। আচমকা হামলা হল সইফ আলি খানের উপর। বাড়িতে ৮ বছরের ছোট্ট তৈমুর সঙ্গে পরিচারিকা এবং আরেক ছেলে জেহ, স্ত্রী কারিনা। এই চাঞ্চল্যকর ঘটনায় হতবাক হয়ে যায় গোটা দেশ। 

2/6

টাটকা

পুরো যেন সিনেমার মতন। ঘটনার মুহূর্তের দাগ এখনও টাটকা। এখনও চিকিৎসার মধ্যে দিয়েই যাচ্ছেন ছোটে নবাব।

3/6

হামলা

১৬ জানুয়ারি সইফ আলি খানের উপর হামলার পর। প্রথমবার প্রকাশ্যে সমস্ত বিষয় নিয়ে কথা বললেন। 

4/6

অটো বা ক্যাব

স্ত্রী কারিনা এবং দুই ছেলে তৈমুর ও জেহ নীচে নেমে হাসপাতালে যাওয়ার জন্য অটো বা ক্যাবের খোঁজার চেষ্টা করেন। 

5/6

আমি মরবো না

কারিনা সেই সময় আমায় বলেছিল, 'তুমি হাসপাতাল যাও, আমি বোনের বাড়ি যাচ্ছি।' সবাইকে ফোন করেছিলেন কারিনা কিন্তু কেউ ধরছিলেন না ফোন। আমরা একে ওপরের দিকে তাকালাম, আমি বললাম, 'আমি ভালো আছি। আমি মরবো না।' 

6/6

তুমি কি মরে যাবে?

তৈমুরও জিজ্ঞেস করেছিল, 'তুমি কি মরে যাবে?' আমি বললাম, 'না।' প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে, সইফের বড় ছেলে ইব্রাহিম তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। পরে লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানান, আহত সইফের সঙ্গে আসে ৮ বছরের তৈমুর।