Rohit Sharma: রোহিতের ইতিহাসে মুছল সচিনেরও নাম! 'হিটম্যান' তাণ্ডবে তছনছ রেকর্ডের পর রেকর্ড...

Rohit Sharma Breaks Multiple Records: কটকে 'হিটম্যান' তাণ্ডবে তছনছ হল রেকর্ডের পর রেকর্ড...  

Feb 10, 2025, 13:23 PM IST
1/7

ভারত বনাম ইংল্যান্ড

England Tour Of India 2025

সাদা বলের দুই সংস্করণ মিলিয়ে মোট ৮ ম্যাচ খেলতে ইংল্যান্ড এই মুহূর্তে ভারতে। সূর্যকুমার যাদবের টিম ৫ ম্যাচের টি-২০আই সিরিজে জস বাটলারদের ৪-১ দুরমুশ করেছে। কুড়ি ওভারের পাট চুকিয়ে রোহিত শর্মার ভারত এবার তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে। নাগপুরে প্রথম ওডিআই ৪ উইকেটে জিতেছিল ভারত। গত রবিবার কটকেও ৪ উইকেটে জিতল রোহিতবাহিনী। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরে ফেলল টিম ইন্ডিয়া

2/7

ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় ওডিআই

India vs England, 2nd ODI at Cuttack

কটকে দ্বিতীয় ওডিআই-তে সব আলো একাই কেড়ে নিলেন রোহিত। ৪৮৭ দিন পর ওডিআই সেঞ্চুরিতে যাবতীয় সমালোচনার জবাব দিলেন নিজের স্টাইলেই। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩০৪ রান তুলেছিল। জবাবে ভারত ৩৩ বল হাতে রেখে ম্যাচ পকেটে পুরে ফেলে। রোহিত ওপেন করতে নেমে ১৪২ মিনিটের ধ্বংসলীলা চালালানে। ৯০ বল খেলে ১১৯ রান করলেন। ইনিংস সাজালেন ১২ চার ও ৭ ছক্কায়। ১৩২.২২ এর স্ট্রাইক রেটে ব্যাট করলেন তিনি। এক সময়ে আবার তা ১৬৬.৬৭ ছিল। এহেন  'হিটম্যান' তাণ্ডবে তছনছ হল রেকর্ডের পর রেকর্ড...  

3/7

৩০ বছর বয়সের পর সর্বাধিক আন্তর্জাতিক সেঞ্চুরি!

Most International Centuries After Turning 30

এই সেঞ্চুরিতেই রোহিত লিখে ফেললেন ইতিহাস। ৩০ পেরিয়ে সর্বাধিক আন্তর্জাতিক সেঞ্চুরিকারী ভারতীয় হলেন তিনি। কেরিয়ারের এই পর্যায়ে রোহিতের ৩৬টি সেঞ্চুরি হয়ে গেল। এর আগে যা ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের ছিল। তিনি ৩০ এর কোটায় দাঁড়িয়ে ৩৫টি আন্তর্জাতিক শতরান করেছিলেন।   

4/7

ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন রোহিত

 Rohit Etched His Name In The History Books

৩০তম জন্মদিনের পর সর্বাধিক ওডিআই সেঞ্চুরির বিশ্বরেকর্ড এখন রোহিতের। ইতিহাসের নিজের নাম লেখালেন তিনি। ৩০তম জন্মদিনের পর ওডিআই-তে এত বেশি সেঞ্চুরি আর কারোর নেই। শ্রীলঙ্কার সনথ জয়সূর্য এবং তিলকারত্নে দিলশানের রেকর্ড কেড়ে নিলেন রোহিত। 'হিটম্যান' করে ফেললেন ২২টি ওডিআই সেঞ্চুরি। দ্বীপরাষ্ট্রের দুই কিংবদন্তির ছিল ২২টি করে সেঞ্চুরি।   

5/7

ভারতীয় ওপেনার হিসেবে সর্বাধিক ৫০

 Most 50 Scores By An Indian Opener

রোহিত তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ১২১তম পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেললেন। যা ভারতীয় ওপেনার হিসেবে নতুন মানদণ্ড। এর আগে সচিনের দখলে ছিল এই রেকর্ড। যাঁর ১২০টি ফিফটি বা ফিফটি প্লাস ইনিংস ছিল।  

6/7

ভারতের হয়ে ওপেনার হিসেবে দ্বিতীয় সর্বাধিক রানশিকারি

 Second-Highest Run Scorer As An Opener for India

রোহিত ভারতের হয়ে সব ফর্ম্যাট মিলিয়ে ওপেনারের ভূমিকায় উত্তীর্ণ হয়ে ১৫,৪০৪ রান করে ফেললেন, যা সচিনের ১৫,৩৩৫ রানের রেকর্ডকে ছাড়িয়ে গেল। তালিকায় সবার উপরে রয়েছে বীরেন্দ্র শেহওয়াগ। যিনি ১৫,৭৫৮ রান করে মগডালে বিরাজমান।  

7/7

পুরুষদের ওডিআই-তে সর্বাধিক ছক্কা

MOST SIXES IN MEN’S ODIs

পুরুষদের ওডিআই-তে সর্বাধিক ছক্কা হাঁকানো দ্বিতীয় ক্রিকেটার হয়ে গেলেন রোহিত। ২৫৯ ইনিংসে ৩৩২ ছয় মারা হয়ে গেল তাঁর। শীর্ষে পাকিস্তানের শাহিদ আফ্রিদি। ৩৬৯ ইনিংসে ৩৫১টি ছয় মেরেছিলেন। তিনে ক্রিস গেইল (২৯৪ ইনিংসে ৩৩১ ছয়), চারে সনথ জয়সূর্য (৪৩৩ ইনিংসে ২৭০ ছয়) ও পাঁচে এমএস ধোনি (২৯৭ ইনিংসে ২২৯ ছয়)