Dowry in Rajasthan Wedding: ১.৫১ কোটি টাকা, ৩০ ভরি সোনা! থালায় ডাঁই করে সাজিয়ে আসরে হাজির কনের বাড়ি, তারপর...

Dowry in Rajasthan: পণ মূল্য প্রায় ৩ কোটি। যা বিয়ের বাজেটকে ছাপিয়ে গিয়েছে। রাজস্থানের এক বিয়েতে এমনই তাজ্জব ঘটনা ঘটল। একটি ওড়নায় নগদ ১ কোটি ৫১ লাখ টাকা, ৩০ ভরি সোনা, পাঁচ কেজি রুপো যৌতুক দিলেন পরিবার। 

Feb 10, 2025, 16:42 PM IST
1/5

রাজস্থানের বিয়ে

Rajasthan Wedding

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যৌতুকের প্রচলন উত্তর ভারতে রয়েইছে। তবে পণ দেওয়ার অভিনব রীতিতে এবার চমকে গেল নেটপাড়। এর আগে রাজস্থানেই ৩ কোটি টাকা পণ দেওয়ার ঘটনা ঘটেছিল। 

2/5

রাজস্থানের বিয়ে

Rajasthan Wedding

কিন্তু এবারের ঘটনায় একেবারে তাজ্জব সকলে। নাগৌর শহরের হনুমানবাগের রামবক্সের তিন পুত্র এবং এক কন্যা। তাঁর দুই পুত্র হলেন সরকারী শিক্ষক, তৃতীয়টি একটি বেসরকারী সংস্থায় চাকরি করেন।

3/5

রাজস্থানের বিয়ে

Rajasthan Wedding

তাঁর কন্যা বিরজায়ার বিয়ে দিয়েছেন রাজস্থানের ফরদোদ গ্রামের এক শিক্ষকের সঙ্গে। বিরজায়ারই কন্যার বিয়েতে তিন পুত্রকে নিয়ে পৌঁছন রামবক্স।

4/5

রাজস্থানের বিয়ে

Rajasthan Wedding

রামবক্সের তিন পুত্র বরের পরিবারকে দেওয়ার জন্য একটি ওড়নায় নগদ ১ কোটি ৫১ লাখ টাকা, ৩০ ভরি সোনা, পাঁচ কেজি রুপো এবং নগৌর শহরের বুকে দু’টি জমির কাগজ বেঁধে বোনের হাতে তুলে দেন। 

5/5

রাজস্থানের বিয়ে

Rajasthan Wedding

রাজারাজড়াদের সময় থেকে নাগৌরে ‘ময়রা’ প্রথা চলে আসছে। এদিন পরিবার, বন্ধু, আত্মীয়-স্বজন মিলিয়ে প্রায় ২০০০ লোক নিয়ে মেয়ের বাড়ি যান তিনি।