তিমিরে তিমি ঘুমোয় কীভাবে? জানেন

Mar 03, 2018, 14:38 PM IST
1/8

Whale_1

Whale_1

পৃথিবীর সবচেয়ে বড় সামুদ্রিক প্রাণী তিমি যখন ঘুমোয় নিশ্চয়ই কুম্ভকর্ণের মতো ঘুমোয়! যার বহর প্রায় ৬০ ফুট লম্বা, ওজন ৫০ হাজার কিলোগ্রামের বেশি, তার ঘুম কি সামান্য হতে পারে?

2/8

Whale_2

Whale_2

যদিও স্পার্ম তিমির ঘুম নিয়ে বিজ্ঞান মহলে বেশ সংশয় রয়েছে। নানা মুণির নানা মত। অনেক ভাবেন এই তিমি যখন ঘুমোয়, তখন মস্তিষ্ক সক্রিয় থাকে।

3/8

Whale_3

Whale_3

কেউ বা বলছেন, তিমির মস্তিষ্কের অর্ধেক সজাগ থাকে। ঘুমনোর সময় তিমির একটি চোখ নাকি খোলা থাকে। সেই চোখ দিয়ে অতল সমুদ্রে পাহাড়া দেয় তিমি।

4/8

Whale_4

Whale_4

কিন্তু একদিন তিমির ঘুম নিয়ে ভ্রান্ত ধারণার ঘুম ভাঙল বিজ্ঞানীদেরও। ২০০৮ সালে জাপান এবং ব্রিটেনের একদল গবেষক অতল সমুদ্রে খোঁজ পেলেন ঘুমন্ত স্পার্ম তিমিদের।

5/8

Whale_5

Whale_5

ক্যারিবিয়ান সাগরের ডোমিনিকা দ্বীপপুঞ্জের কাছে একদল স্পার্ম তিমিকে উলম্ব অবস্থায় শুয়ে থাকতে দেখেন বিজ্ঞানীরা।

6/8

Whale_6

Whale_6

বিজ্ঞানীরা নিশ্চিত হন, না, তিমি এক চোখ জেগে ঘুমোয় না। দু চোখ বুজেই ঘুমোয়।

7/8

Whale_7

Whale_7

সারা দিনে ৬ থেকে ২৪ মিনিটের মতো ঘুমোয় তিমিরা। মোট সময়ের ৭ শতাংশ ব্যয় করে তারা ঘুমে।

8/8

Whale_8

Whale_8

বিজ্ঞানীদের দাবি, স্তন্যপায়ী প্রাণী হওয়ায় মানুষের মতোই ঘুমোয় তিমিরা।