পিরিয়ডের অসহ্য যন্ত্রণার কমানোর মোক্ষম দাওয়াই

Dec 29, 2017, 18:59 PM IST
1/7

Water intake

জল

বেশি করে জল খান। পর্যাপ্ত জল খেলে পেশিতে টান ধরবে কম।

2/7

Hot water bag

হট ওয়াটার ব্যাগ

হট ওয়াটার ব্যাগের সেঁক দিন।

3/7

Cut down salt consumption

নুন

পিরিয়ডের দিনগুলিতে নুন কম পরিমাণে খান। এড়িয়ে চলুন প্রসেসড ফুড।

4/7

iron and calcium food

আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার

আয়রন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান। প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি ও টাটকা ফল খান।

5/7

Avoid coffee and alchohol

কফি, অ্যালকোহল

পিরিয়ডের দিনগুলিতে কফি, অ্যালকোহল এড়িয়ে চলুন।

6/7

Dark Chocolates

ডার্ক চকোলেট

ডার্ক চকোলেট খান। ডার্ক চলোটে শরীরে এডোরফিনের ক্ষরণ বাড়িয়ে মুড ভালো রাখে। একইসঙ্গে ডার্ক চকোলেটে থাকে ম্যাগনেসিয়ামও।

7/7

Light Exercise

হাল্কা যোগাসন

হাল্কা যোগাসন করুন। এতে শরীর ঝরঝরে থাকবে। যন্ত্রণার উপশম ঘটবে।