Local Train: ভারতীয় লোকাল ট্রেন যাত্রার শতবর্ষ! হাওড়া স্টেশনে অত্যাধুনিক লোকাল ট্রেন উদ্বোধন...

Local Train: তেসরা ফেব্রুয়ারি ভারতীয় বৈদ্যুতিক রেল পরিষেবার শতবর্ষ কে পালন করতে পূর্ব রেলের হাওড়া ডিভিশন লাইনে নামাল বজ্র। দেশের মাটিতে প্রথম চলা ইএমইউ লোকালের ১০০ বছর পূর্তিতে এক দারুন প্রাপ্তি পূর্ব রেলের যাত্রীদের।  প্রতিবেদনের প্রতিটি ছবি সৌজন্য : পূর্ব রেল

Feb 06, 2025, 12:44 PM IST
1/6

ভারতীয় রেল

অয়ন ঘোষাল: ১৯২৫ সালের তেসরা ফেব্রুয়ারী ভারতীয় রেলের ইতিহাসের অন্যতম এক যুগান্তকারী দিন। দেশের মাটিতে প্রথম চলা ইএমইউ লোকালের ১০০ বছর পূর্তিতে এক দারুন প্রাপ্তি পূর্ব রেলের যাত্রীদের। 

2/6

ছত্রপতি শিবাজী

কারণ ওইদিন মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাস থেকে কুরলা অর্থাৎ লোকমান্য তিলক টার্মিনাস পর্যন্ত ১৬ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল দেশের প্রথম ইলেকট্রিক মোটর ইউনিট বা ই এম ইউ লোকাল ট্রেন। (তথ্য- অয়ন ঘোষাল)  

3/6

বৈদ্যুতিক রেল

সেই দিনের ঠিক ১০০ বছর পর ২০২৫ সালের তেসরা ফেব্রুয়ারি ভারতীয় বৈদ্যুতিক রেল পরিষেবার শতবর্ষ কে পালন করতে পূর্ব রেলের হাওড়া ডিভিশন লাইনে নামাল বজ্র। বজ্র পূর্ব রেলের হাওড়া ডিভিশনের একটি লোকাল ট্রেন। যার রং বাকি ট্রেনের থেকে সম্পূর্ণ আলাদা। (তথ্য- অয়ন ঘোষাল) 

4/6

তেসরা ফেব্রুয়ারি

তেসরা ফেব্রুয়ারি আনুষ্ঠানিক সূচনার পর গতকাল অর্থাৎ ৫ ফেব্রুয়ারি দুপুর থেকে যাত্রী পরিষেবা দিতে শুরু করেছে বজ্র। (তথ্য- অয়ন ঘোষাল) 

5/6

লিলুয়া কার শেডের

ট্রেনের রং এবং ডিজাইন রূপ দিয়েছেন লিলুয়া কার শেডের কর্মীরা। (তথ্য- অয়ন ঘোষাল)

6/6

বজ্র

হাওড়া থেকে কর্ড লাইনে একটি সুপার বা গ্যালোপিং লোকাল ট্রেন হিসেবে যাতায়াত করছে বজ্র। (তথ্য- অয়ন ঘোষাল)