Howrah Waterlog Situation: লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হাওড়া, বিপত্তি হলে কন্ট্রোলরুমে যোগাযোগের নির্দেশ...

Cyclone Dana: জল জমেছে পঞ্চানন তলা রোড,বেলিলিয়াস রোড, রামচরণ শেঠ রোড,ড্রেনেজ ক্যানেল রোডের মত গুরুত্বপূর্ণ রাস্তায়। জলজমা বা বৃষ্টির কারণে কোন অসুবিধা বা বিপত্তি হলে মানুষ কন্ট্রোলরুমে ফোন করে জানাচ্ছেন।

Oct 25, 2024, 16:30 PM IST
1/5

দেবব্রত ঘোষ: ভোর রাত থেকে লাগাতার বৃষ্টির জেরে হাওড়া শহরের বিস্তীর্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জল জমেছে পঞ্চানন তলা রোড,বেলিলিয়াস রোড, রামচরণ শেঠ রোড,ড্রেনেজ ক্যানেল রোডের মত গুরুত্বপূর্ণ রাস্তায়।শহরের বাসিন্দারা বাইরে বেরিয়ে দুর্ভোগে পড়েন।

2/5

তবে ঝড় বৃষ্টির জন্য রাস্তাঘাট অনেকটাই ফাঁকা।যানচলাচল কম করছে। হাওড়া কর্পোরেশনে ঘূর্ণিঝড়ের জন্য যে কন্ট্রোল রুম চালু হয়েছে সেটি দিনরাত খোলা থাকছে।

3/5

জলজমা বা বৃষ্টির কারণে কোন অসুবিধা বা বিপত্তি হলে মানুষ কন্ট্রোলরুমে ফোন করে জানাচ্ছেন। কন্ট্রোলরুম থেকে এলাকা অনুযায়ী দায়িত্বে থাকা বিভাগীয় কর্মীদের কাছে তা জানিয়ে দেওয়া হচ্ছে সমস্যা সমাধানের জন্য।

4/5

এদিকে হাওড়া বা শালিমার স্টেশন সংলগ্ন রেললাইনে যে জল জমার আশঙ্কা ছিল তা থেকে এখনও পর্যন্ত বিশেষ কোনও সমস্যা দেখা যায়নি। 

5/5

তবে জমা জলের কারণে বিপর্যস্ত জনজীবন। হাওড়ার পুরপ্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, ৭০টি পাম্প চালানো হচ্ছে জল নামানোর জন্য। একটানা বৃষ্টি নাহলে সন্ধ্যার মধ্যে অনেক রাস্তা থেকে জল নেমে যাবে।