IND vs ENG: ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেই চ্যাম্পিয়ন্স ট্রফির নিখুঁত মহড়া ভারতের

Feb 12, 2025, 20:58 PM IST

India vs England: ভারতের মাটিতে দাঁত ফোটাতে পারল না ইংরেজরা, হোয়াইটওয়াশই সঙ্গী বাটলারদের...

1/6

ভারত বনাম ইংল্যান্ড

India vs England

চ্যাম্পিয়ন্স ট্রফির নিখুঁত মহড়া সারল টিম ইন্ডিয়া। ঘরের মাঠে জস বাটলারের ইংল্যান্ডকে, তিন ম্যাচের ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করল রোহিত শর্মার ভারত। নাগপুরে প্রথম ওডিআই ৪ উইকেটে জেতার পর কটকেও ভারত ৪ উইকেটে জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছিল। আজ, বুধবার আহমেদাবাদে নিয়মরক্ষার ম্যাচও ভারত হেলায় হারাল ইংরেজদের। ১৪২ রানে জিতল টিম ইন্ডিয়া

2/6

ভারতের ইনিংস

India Innings

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে ইংল্যান্ড। শুভমন গিল (১১২), বিরাট কোহলি (৫২), শ্রেয়স আইয়ার (৭৮) ও কেএল রাহুলের (৪০) কাঁধে ভর করে ভারত নির্ধারিত ওভারে ৩৫৬ রান তুলেছিল। কটকে রোহিত ৯০ বল খেলে ১১৯ রান করেছিলেন।   

3/6

বিরাট কোহলি

Virat Kohli And Rohit Sharma

৪৮৭ দিন পর ওডিআই সেঞ্চুরি করার পরের ম্যাচেই রোহিতের ফ্লপ শো দেখল প্রধানমন্ত্রীর নামাঙ্কিত স্টেডিয়াম। মার্ক উডের দুরন্ত সুইংয়ে খোঁচা দিয়ে রোহিত ফিরে যান মাত্র ১ রান করে। ফিল সল্টের হাতে তিনি ধরা পড়ে যান। রোহিতের মতোই বিরাটের ফর্মও ছিল রীতিমতো চিন্তার বিষয়। বর্ডার-গাভাসকর ট্রফিতে রানের খরার কারণেই, বিরাট-রোহিতকে রঞ্জি খেলতে পাঠিয়েছিল বিসিসিআই। অবশেষে রোহিতের পর বিরাট দেখলেন রানের মুখ। তিনে নেমে কোহলি ৫৫ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলেন এদিন। দারুণ ছন্দেই ব্যাট করছিলেন তিনি। ৯৪.৫৪-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন বিরাট। ইনিংস সাজিয়ে ছিলেন ৭ চার ও ১ ছক্কায়। মনে করা হচ্ছিল যে বিরাট এদিন হয়তো শতরান করে মাঠ ছাড়বেন। কিন্তু ১৮ নম্বর ওভারের শেষ বলে, তিনি উইকেট দিয়ে আসেন আদিল রশিদের বলে সল্টের হাতে জমা পড়ে যান।   

4/6

দুরন্ত ছন্দে শুভমন গিল

Shubman Gill Brilliant Form

নাগপুরে ৮৭, কটকে ৬০, এবার আহমেদাবাদে ১১২! স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমন গিল। ভারতীয় দলের  সহ-অধিনায়কের দায়িত্ব পেয়ে শুভমন যেন অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছেন। বিরাটের সঙ্গে দ্বিতীয় উইকেটে শুভমন ১১৬ রানের পার্টনারশিপ করেন। বিরাট ফেরার পর শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে শুভমন করে ফেলেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সপ্তম শতরান। ১০২ বলে ১১২ রান করে শুভমন রশিদের বলে ক্লিন বোল্ড হয়ে যান। ১৪ চার ও ৩ ছক্কায় শুভমন সাজিয়ে ছিলেন তাঁর ইনিংস। ১০৯.৮০-র স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি।   

5/6

ইংল্যান্ড ইনিংস

England Innings

ভারতের ৩৫৬ রানের জবাবে ইংল্যান্ড মাত্র ২১৪ রানে গুটিয়ে গেল ৩৫ ওভারের ভিতরে। স্পিন-পেসের জোড়া আক্রমণে এদিন আর জমি পায়নি ইংরেজরা। অর্শদীপ সিং, হর্ষিত রানা ও হার্দিক পান্ডিয়া তুলে নেন দুই উইকেট করে। স্পিনারদের মধ্যে অক্ষর প্যাটেল পেলেন দুই উইকেট। ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব পেলেন এক উইকেট করে। ইংল্যান্ড সিরিজের দলটাই দুবাইয়ে খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। গতকাল চোটে জসপ্রীত বুমরা ছিটকে যান। ফলে হর্ষিত রানা এদিনের উইকেট পাওয়া হর্ষিত রানাকে আইসিসি ইভেন্টে চাঙ্গা রাখবে। ওদিকে বিরাট-রোহিতের ফর্মে ফেরাও নিঃসন্দেহে স্বস্তি ভারতের কাছে।   

6/6

এবার চ্যাম্পিয়ন্স ট্রফি

Champions Trophy 2025

এবার ভারতের পরবর্তী মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি। আহমেদাবাদ থেকেই দুবাইয়ে উড়ে যাবে রোহিতবাহিনী। আগামী ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অভিযান শুরু বাংলাদেশের বিরুদ্ধে। এরপর ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান মহারণ। গ্রুপের শেষ ম্যাচ ২ মার্চ নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে।