Kumbh Mela in Tribeni: ত্রিবেণী মাতাচ্ছেন সাধুরাই! কাশ্মীরের 'বুলেটবাবা', কেদারনাথের 'টুপিবাবা', অসমের 'সোনালি নন্দগিরি', আছেন নাগারাও...

Kumbh Mela in Tribeni: পুরাণে ত্রিবেণীর নাম পাওয়া গিয়েছে। স্কন্দপুরাণে। রাজা প্রিয়বন্ত 'র সাত পুত্র ছিলেন। তাঁরা সিদ্ধিলাভ করেছিলেন সাত গ্রামে। এই গ্রামগুলিই সপ্তগ্রাম। মাঘ সংক্রান্তিতে সেখানেই জমত ভিড়। বহু মানুষ স্নান করতেন সন্নিহিত ত্রিবেণীতে। সেই ধারা আজও চলছে।

| Feb 12, 2025, 17:50 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটি গবেষণামূলক বই থেকে ত্রিবেণী কুম্ভের কথা জানা যায়। পুরাণে ত্রিবেণীর নাম পাওয়া গিয়েছে। স্কন্দপুরাণে অনুযায়ী কুশদ্বীপের রাজা প্রিয়বন্ত 'র সাত পুত্র ছিলেন। তাঁরা সিদ্ধিলাভ করেছিলেন সাতটি গ্রামে। এই গ্রামগুলিরই নাম হয় সপ্তগ্রাম। মাঘ সংক্রান্তিতে এখানেই জমে ভিড়। বহু মানুষ স্নান করেন সন্নিহিত ত্রিবেণীতে।  (তথ্য ও ছবি: বিধান সরকার)

1/6

১১-১২-১৩

ত্রিবেণী প্রাচীন তীর্থক্ষেত্র। সেটা পুনরুদ্ধার এবং পুনর্জাগরণের কাজই যেন চলছে। জন্য গত ৩ বছরের মতো এ বছরও কুম্ভমেলার আয়োজন হয়েছে। ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী কাল, ১৩ ফেব্রুয়ারি শেষ হবে এই মেলা।  (তথ্য ও ছবি: বিধান সরকার) 

2/6

ছাইভস্ম মেখে

গোটা শরীরে ছাইভস্ম মাখা। সেই ছাইয়েরই টিপ ভক্তদের কপালে দিয়ে তাঁদের আশীর্বাদ করছন নাগা সাধুরা। পাহাড়ের ঠান্ডা থেকে সমতলে এসেছেন অনেক নাগা সাধু। তাই এখানে গরমে তাঁদের অস্বস্তি হচ্ছে বলেও জানান তাঁরা।  (তথ্য ও ছবি: বিধান সরকার)

3/6

ত্রিবেণী-কুম্ভের আকর্ষণ

কাশ্মীর থেকে আসা বুলেটবাবা, কেদারনাথের টুপিবাবা, আসামের কিন্নর আখড়ার সোনালি নন্দগিরি-- ত্রিবেণী-কুম্ভে আগত পুণ্যার্থীদের আকর্ষণ করছেন এইসব সাধুসন্ত-কিন্নরেরা!  (তথ্য ও ছবি: বিধান সরকার)

4/6

বাইকবাবা

বাইক বাবা বলেন,সনাতন ধর্মের এই কুম্ভ সত্যযুগ থেকে চলছে। আগে বড় বড় মুনি ঋষিরা করত। এখন সাধু সন্তরা করে। জগতের মঙ্গলের জন্য। ভক্তরা আসবে দর্শন করে আশির্বাদ নেবে। বাইক নিয়ে সব জায়গায় যাই। প্রয়াগরাজ থেকে ত্রিবেনী এসেছি।  (তথ্য ও ছবি: বিধান সরকার)

5/6

সোনালি নন্দগিরি

কিন্নর আখড়ার সোনালি নন্দগিরি বলেন, অসম থেকে প্রথমে প্রয়াগরাজে গিয়েছিলাম। সেখানে স্নান করেছি। এখানে ত্রিবেণীতে এসেছি, এখানেও স্নান করব। যাঁরা মহাপ্রয়াগে যেতে পারেননি তাঁরা ত্রিবেণীতে এসে স্নান করুন। এখানে নাগা বাবা কিন্নর মাতাজি যাঁরা আছেন, তাঁদের থেকে আশীর্বাদ নিন।  (তথ্য ও ছবি: বিধান সরকার)

6/6

৭০০ বছর আগে

প্রায় ৭০০ বছর আগে হুগলির ত্রিবেণীতে গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গমে কুম্ভ বসত বলে জনশ্রুতি। গঙ্গাসাগরে মকর সংক্রান্তি শেষে ফেরার পথে সাধু-সন্ন্যাসীরা পায়ে হেঁটে ত্রিবেণী-সঙ্গমে মিলিত হতেন এই মাঘী পূর্ণিমায়। সেখানে একদিনের কুম্ভ হত-- যাকে অণুকুম্ভ বলা হত। এটাকে মিনিকুম্ভও বলা হয়। বহুদিন বন্ধ থাকার পরে সেই কুম্ভ আবার শুরু হয়েছে মাত্রই চার বছর আগে। (তথ্য ও ছবি: বিধান সরকার)