Sunita Williams: আর মাত্র কয়েকদিন, পৃথিবীতে ফিরছেন সুনীতা! চূড়ান্ত দিন জানাল নাসা...

Nasa reveals date for Sunita Williams Return: কদিন আগেই সুনীতা জানান,মহাকাশে থাকতে তাঁদের খারাপ লাগছে না। নিজেদের তাঁরা বন্দি বলে মনে করছেন না। 

Feb 12, 2025, 15:48 PM IST
1/6

পৃথিবীতে ফিরছেন সুনীতা!

Sunita Williams Return Date Fixed

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। পৃথিবীর মেয়ে ফিরছেন পৃথিবীতে! সুনীতা উইলিয়ামসের পৃথিবীতে ফেরার দিন চূড়ান্ত করে জানিয়ে দিল নাসা। প্রাথমিক নির্ধারতি দিনের কয়েকদিন আগেই ফিরছেন সুনীতা।  

2/6

পৃথিবীতে ফিরছেন সুনীতা!

Sunita Williams Return Date Fixed

৮ দিনের অভিযানে গিয়ে ৮ মাস পার ধরে মহাকাশে আটকে রয়েছেন সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী নভোশ্চর বুচ উইলমোর। তবে এরমধ্যেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে মহাশূন্যে সাড়ে ৫ ঘণ্টা হেঁটে নয়া রেকর্ড করেছেন সুনীতা ও বুচ।  

3/6

পৃথিবীতে ফিরছেন সুনীতা!

Sunita Williams Return Date Fixed

কদিন আগেই সুনীতা জানিয়েছিলেন,মহাকাশে এতদিন থাকতে তাঁদের খারাপ লাগছে না। নিজেদের তাঁরা মোটেও বন্দি বলে মনে করছেন না। তাঁদের খাবার, জল সবই রয়েছে। তাঁরা ওই স্পেস স্টেশনকে নিজেদের বাড়ি বলেই মনে করছেন! মাঝে মাঝে স্পেস স্টেশনের বাইরে একটু ঘুরেও আসছেন।  

4/6

পৃথিবীতে ফিরছেন সুনীতা!

Sunita Williams Return Date Fixed

এবার নাসা জানাল, ২৫ মার্চ নয়, ১২ মার্চ আন্তর্জাতিক স্পেস স্টেশনে ক্রিউ-১০ ক্যাপসুল পাঠাচ্ছে তারা। আর ওই ক্যাপসুলে করেই পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযোগী বুচ উইলমোর।  

5/6

পৃথিবীতে ফিরছেন সুনীতা!

Sunita Williams Return Date Fixed

উল্লেখ্য, সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে অবিলম্বে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য দায়িত্বগ্রহণের পরই হস্তক্ষেপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা কিছুটা অনভিপ্রেতও বটে।   

6/6

পৃথিবীতে ফিরছেন সুনীতা!

Sunita Williams Return Date Fixed

এই নিয়ে তিনি বন্ধু এলন মাস্ককেও অনুরোধ করেন। তাঁকে অনুরোধ করেন স্পেসএক্স পাঠানোর জন্য। শেষপর্যন্ত অবশ্য নাসার ক্রিউ-১০-ই সুনীতাদের পৃথিবীতে ফিরিয়ে আনবে বলে চূড়ান্ত হয়েছে।