Great Combination of Planets: গ্রহদের অতিবিরল মহাসংযোগ আজই! মাঘী পূর্ণিমা থেকেই জীবন বদলে যাবে এই রাশির জাতকদের...

Mercury Sun Venus in Aquarius on Magh Purnima 2025: আজ, কুম্ভরাশিতে মিলছে বুধ সূর্য ও শুক্র। সঙ্গে থাকছে শনিও। এই মহাসংযোগ কয়েকটি রাশিকে সাফল্যের সৌভাগ্যের তুঙ্গে তুলে দেবে আজকের পর থেকে।

| Feb 12, 2025, 13:57 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ, মাঘী পূর্ণিমা। আজ মহাকুম্ভের পঞ্চম অমৃত তথা শাহী স্নানেরও দিন। আজ সকলেই পুণ্যস্নানের জন্য দৌড়চ্ছেন প্রয়াগরাজের দিকে। সেখানে চলছে মহাকুম্ভে। আর এদিনই ঘটেছে এক আশ্চর্য মহাজাগতিক সংযোগ। আজ, কুম্ভরাশিতে মিলছে বুধ সূর্য ও শুক্র। যা কয়েকটি রাশিতে সাফল্যের সৌভাগ্যের তুঙ্গে তুলে দেবে।

 

1/6

মহাপূর্ণিমা

আজই এক মহাপূর্ণিমা। অত্যন্ত শুভ তিথি। আর আজই সূর্য তার রাশি পরিবর্তন করছে। সূর্য প্রবেশ করছে কুম্ভে। 

2/6

'রেয়ার কনজাংশন অফ প্ল্যানেটস'

আর এর জেরে একই রাশিতে আজ সূর্যের সঙ্গে থাকছে বুধ ও শুক্র। এটাকে 'ভেরি রেয়ার কনজাংশন অফ প্ল্যানেটস' বলা হচ্ছে!

3/6

কুম্ভেই বুধ-শনি

এবং সূর্যের সঙ্গে শুধু বুধ-শুক্রই নয়, থাকছে শনিও। আসলে শনি ও বুধ কুম্ভে আগে থেকেই উপস্থিত। আর এই বিরল মহাসংযোগ বিপুল শুভ প্রভাব ফেলবে কয়েকটি রাশির উপরে। আজ, মাঘী পূর্ণিমা থেকেই তাঁদের জীবন বদলে যাবে!

4/6

মেষ

আজকের পর থেকেই মেষরাশির জাতক-জাতিকাদের যেন আর চিনতেই পারা যাবে না। বিপুল শুভ পরিবর্তন আসতে চলেছে এঁদের জীবনে। সবচেয়ে বড় কথা হল, এঁরা আজ থেকে শনির কৃপা পাবেন। এঁদের আজ থেকে সমস্ত বাকি-থাকা কাজ করে ফেলার মনোভাব নিয়ে চলতে হবে। এঁদের নতুন চাকরি হতে পারে। সামগ্রিক ভাবে জীবনে নানা শুভ পরিবর্তন আসবে।  

5/6

কন্যা

কন্যারাশিকেও দ্রুত পড়ে-থাকা সব কাজ করে ফেলতে হবে। এঁদের কাজ বা পেশা সংক্রান্ত জটিলতা মিটে যাবে। মিটে যাবে জীবনের অন্য সব সংকটও। মনোকষ্ট ও দুঃখ থেকেও এঁদের নিষ্কৃতি মিলবে। 

6/6

ধনু

আজকের পর থেকে কেরিয়ারে যত বাধা ছিল, সব ম্যাজিকের মতো মিলিয়ে যাবে! এঁরা যেমন পেশাজীবন চাইবেন, তেমনই পাবেন। এঁদের জীবনে শুভ পরিবর্তনের নানা সংকেত দেখা দেবে। এঁদের মধ্যে যাঁরা ব্যবসায়ী, তাঁদের জন্যও সময়টা খুব শুভ ও সাফল্যমণ্ডিত থাকবে। এঁরা সূর্যদেবতার বিশেষ কৃপা পাবেন। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)