শৃঙ্গ জয়ের ঝুঁকি কমাতে পর্বতারোহীদের জন্য 5G পরিষেবা চালু হচ্ছে মাউন্ট এভারেস্টে!
|
Apr 23, 2020, 12:13 PM IST
1/5
মাউন্ট এভারেস্টে 5G পরিষেবা!
মাউন্ট এভারেস্টে শুরু হতে চলেছে 5G পরিষেবা! পর্বতারোহীদের বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে এভারেস্ট জয় পর্বতারোহীদের জন্য আগের থেকে অনেক সুরক্ষিত হবে।
2/5
মাউন্ট এভারেস্টে 5G পরিষেবা!
চিনের টেলিকম সংস্থা China Telecom আর Huawei-এর যৌথ উদ্যোগে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে।
photos
TRENDING NOW
3/5
মাউন্ট এভারেস্টে 5G পরিষেবা!
China Telecom জানিয়েছে, এভারেস্টের ৬,৫০০ মিটার উচ্চতায় অবস্থিত ক্যাম্পে যন্ত্র বসানোর কাজ বাকি রয়েছে। এই কাজ ২৫ এপ্রিলের আগেই শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
4/5
মাউন্ট এভারেস্টে 5G পরিষেবা!
৬,৫০০ মিটার উচ্চতায় 5G যন্ত্রাংশ বসাতে প্রায় ১৫০ জন কর্মী কাজ করছেন। এই কাজের জন্য যন্ত্রাংশ ও খাদ্যসামগ্রী মিলিয়ে প্রায় 8 টন জিনিসপত্র পর্বতশৃঙ্গে পৌঁছে গিয়েছে।
5/5
মাউন্ট এভারেস্টে 5G পরিষেবা!
China Telecom আর Huawei জানিয়েছে, কাজ শেষ হলে পর্বতারোহীরা যে শুধু সহজে যোগাযোগই করতে পারবেন তা নয়, ১ Gbps স্পিডে ডাউনলোড করা যাবে সেখানে।