কক্ষপথে বিরাটাকার গ্রহাণু! মহাজাগতিক রোমঞ্চকর ঘটনার সাক্ষী থাকতে চলেছে পৃথিবী

Nov 28, 2020, 13:02 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: সোমবার মহাজাগতিক রোমঞ্চকর ঘটনার সাক্ষী থাকবে পৃথিবী। দুবাইয়ের বুর্জ খলিফার আকারের এক গ্রহাণু পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়বে। 

2/5

নাসার তরফে জানানো হয়েছে, প্রতি ঘণ্টায় ৯০,১২৪ কিমি গতিতে বিরাটাকার গ্রহাণুটি পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে যাবে। এটার আকার, ১২,০০০ থেকে ২৫,৭০০ ফুটের মধ্যে ও ব্যাস প্রায় ২,৬৯০ ফুট।

3/5

গ্রহাণুটির বৈজ্ঞানিক নাম  ‘১৫৩২০১ ২০০০ ডব্লু ও ১০৭’। পৃথিবীর কক্ষপথে কোনও বিরাটাকারের গ্রহাণু ঢুকে পড়লে তাতে বিপদের আশঙ্কা থাকে, কিন্তু এক্ষেত্রে নাসা স্পষ্ট করে জানিয়েছে বিপদের আশঙ্কা নেই। 

4/5

জানা গিয়েছে, পৃথিবী থেকে ৪,৩০২,৭৭৫ কিমি দূর দিয়ে চলে যাবে গ্রহাণু। টেলিস্কোপের সাহায্যে দেখা যেতে পারে এই গ্রহাণু।

5/5

নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে সৌরজগৎ তৈরি হওয়ার সময় এই ধরণের গ্রহাণুর সৃষ্টি হয়েছিল।