ICC World Cup 2019: ইংল্যান্ডেই শেষ বিশ্বকাপ খেলবেন যাঁরা
|
May 21, 2019, 20:20 PM IST
1/5
1
১. শোয়েব মালিক (পাকিস্তান): পাকিস্তান ক্রিকেট দলের অভিজ্ঞ শোয়েব মালিক ইংল্যান্ডেই সম্ভবত শেষ বিশ্বকাপ খেলতে নামবেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
2/5
2
২. ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা): ২০১৯ সালের আইপিএলের পার্পেল ক্যাপ জয়ী বর্ষীয়ান ইমরান তাহির আগেই ঘোষণা করে দিয়েছেন বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চান। তাই তাহিরের শেষ বিশ্বকাপ ইংল্যান্ডেই।
photos
TRENDING NOW
3/5
3
৩. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ): ২০১৯ সালের বিশ্বকাপ খেলেই যে একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন সেটা আগেই জানিয়েছেন ক্যারিবিয়ান বিগ হিটার ক্রিস গেইল। তাই গেইলের যে শেষ বিশ্বকাপ সে নিয়ে আর কোনও সন্দেহ নেই।
4/5
4
৪. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা): ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত সব কটি বিশ্বকাপেই খেলেছেন। ইংল্যান্ডেই সম্ভবত কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন ৩৫ বছর বয়সী লঙ্কান পেসার।
5/5
5
৫. মহেন্দ্র সিং ধোনি (ভারত): ২০০৭, ২০১১, ২০১৫ বিশ্বকাপে খেলেছেন। ২০১৯ সালে সম্ভবত শেষ বিশ্বকাপে মাঠে নামতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি।