Christmas in Kolkata: বড়দিনের মৌতাতে মহেশ্বর মহানগর, উদযাপনের উষ্ণতায় মাখা...
Christmas in Kolkata: পরিবেশের শীত-উষ্ণতা যা-ই হোক, বড়দিনের উদযাপনে কোনও শীত নেই; সেখানে আদ্যন্ত গভীর উষ্ণতা। মানুষে মানুষে নিবিড় মিলনের উষ্ণতা, আনন্দ ভাগ করে নেওয়ার উষ্ণতা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ ২৫ ডিসেম্বর, বড়দিন। আজ শীত একটু কম। বলাও হচ্ছে, সম্ভবত এটি ইদানীংকালের মধ্যে উষ্ণতম বড়দিন। কিন্তু পরিবেশের শীত-উষ্ণতা যা-ই হোক, বড়দিনের উদযাপনে কোনও শীত নেই; সেখানে আদ্যন্ত গভীর উষ্ণতা। মানুষে মানুষে নিবিড় মিলনের উষ্ণতা, আনন্দ ভাগ করে নেওয়ার উষ্ণতা। মহামানব যিশুর জন্মদিনের উৎসবকে ঘিরে কলকাতা থেকে কোচবিহার তাই মেতে উঠেছে বেড়ানোয়, খাওয়া-দাওয়ায়, পিকনিকে, ট্রিপে, হপিংয়ে। খুশিতে উজ্জ্বল নগর-গ্রাম। বড়দিনের মৌতাতে মহেশ্বর আমাদের মহানগর কলকাতাও। এদিন ইকো পার্ক, নিক্কো পার্ক, চিড়িয়াখানা, জাদুঘর, সায়েন্স সিটিতে ভিড় উপচে পড়ে। এ ছাড়া অনেকেই এদিন শহরের চার্চগুলিতে ঘুরে বেড়ান, কেউ যান বো ব্যারাকসে, কেউ পার্ক স্ট্রিটে। দীর্ঘদিনের ব্রিটিশ উপনিবেশ থাকায় এ শহরের চার্চ ক্যাথিড্রালের ক্রিসমাস উদযাপনে থাকে এক অন্যতর দ্যুতি।
সেন্ট অ্যান্ড্রিউজ চার্চ
![সেন্ট অ্যান্ড্রিউজ চার্চ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/25/401550-andrew1.png)
উঁচু সিলিং, রোমাঞ্চকর দেওয়াল পেইন্টিং
![উঁচু সিলিং, রোমাঞ্চকর দেওয়াল পেইন্টিং](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/25/401549-sports-2.png)
TRENDING NOW
সেন্ট পলস ক্যাথিড্র্যালে
![সেন্ট পলস ক্যাথিড্র্যালে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/25/401548-st-pl-cathedral.png)
সেন্ট জনস চার্চ
![সেন্ট জনস চার্চ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/25/401547-st-jn-church.png)
ক্রিসমাসের সন্ধেয় পার্ক স্ট্রিট
![ক্রিসমাসের সন্ধেয় পার্ক স্ট্রিট](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/25/401546-park-street.png)
বো ব্যারাক
![বো ব্যারাক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/12/25/401545-bow-barrack.png)