শ্যামপুকুর বাটিতে ভবতারিণী রূপে পূজিত হন রামকৃষ্ণদেব
Oct 27, 2019, 15:27 PM IST
1/10
শক্তির আরাধনায় মেতেছে শহরবাসী।
প্রীতম দে
2/10
বাদ যায়নি উত্তর কলকাতার শ্যামপুকুর বাটিও। তবে এখানকার পুজোয় রীতিনীতি কিছুটা আলাদা।
প্রীতম দে
photos
TRENDING NOW
3/10
ঘুরে দেখা যাক ইতিহাসটা। আজ থেকে এক শতাব্দীরও বেশি আগে এমনই একটি কালীপুজোর দিন।
প্রীতম দে
4/10
সালটা ১৮৮৫, অসুস্থ রামকৃষ্ণ কলকাতার বাগবাজার বলরাম বসুর বাড়িতে পৌঁছন। সেই বছর ২ অক্টোবরে বলরাম বসুর বাড়ি থেকে রামকৃষ্ণ ওঠেন শ্যামপুকুর বাটিতে।
প্রীতম দে
5/10
পুরনো কলকাতার দোতলা এই বাড়ির একটি ঘরে আয়োজন হয় কালীপুজোর। উপস্থিত ছিলেন শ্রী রামকৃষ্ণ দেব এবং গিরিশ ঘোষের মত ব্যক্তিত্বরাও।
প্রীতম দে
6/10
ফল, মিষ্টি পুজোর সব আয়োজন সম্পন্ন হল। তবে সেবার বিগ্রহ নয়। কালী রূপে পুজো করা হল রামকৃষ্ণ দেবকেই।
প্রীতম দে
7/10
তখন থেকেই চলে আসছে এই নিয়ম, কালীপুজো হলেও কোনও বিগ্রহ কে নয়, ধ্যানমগ্ন রামকৃষ্ণকেই পুজো করেন ভক্তরা।
প্রীতম দে
8/10
বর্তমানে ঐতিহাসিক এই বাড়ির দায়িত্ব নিয়েছে রামকৃষ্ণ মিশন।
প্রীতম দে
9/10
আজও কালী পুজোর দিনে শ্যামপুকুর বাটিতে ঠিক একই রকমভাবে পুজো করা হয় এই দিনে। ভিড় করেন অসংখ্য অনুরাগীরা।
প্রীতম দে
10/10
নিষ্ঠা ভরে কালী পুজো হয় প্রতিবারই। তবে, প্রতিমার বদলে এখানে পুজো করা হয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে।
প্রীতম দে