1/5
বিরাট কোহলির জন্মসালে বিপত্তি! ভারত বিশ্বকাপ জিতবে না
বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই বাড়ছে আলোচনা। ভারতীয় দলে হালফিলের পারফরম্যান্স থেকে শুরু করে ক্রিকেটারদের পর্যালোচনা, সবাই চলছে পুরোদমে। আর এই ধরণের আলোচনায় কখনও অংশ নিচ্ছেন প্রাক্তন তারকারা। কখনও আবার ক্রিকেট বিশারদরা যুক্তি খাঁড়া করছেন। কিন্তু এবার এই আলোচনায় ঢুকে পড়লেন দেশের এক জনপ্রিয় জ্যোতিষী।
2/5
বিরাট কোহলির জন্মসালে বিপত্তি! ভারত বিশ্বকাপ জিতবে না
photos
TRENDING NOW
3/5
বিরাট কোহলির জন্মসালে বিপত্তি! ভারত বিশ্বকাপ জিতবে না
4/5
বিরাট কোহলির জন্মসালে বিপত্তি! ভারত বিশ্বকাপ জিতবে না
হাউজ্যাট- নামের একটি বই প্রকাশ করেছেন লোবো। সেখানেই তিনি বলেছেন, ''বিরাট কোহলির জন্মসালটা ১৯৮৬ কিংবা ১৯৮৭ সালে হলে সমস্যা ছিল না। কিন্তু ১৯৮৮ সালে জন্মগ্রহণকারী কারও জন্য এই বছরটা ভাল যাবে না।'' প্রসঙ্গত, লোবোর বইপ্রকাশ অনুষ্ঠানে ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকার। তাঁর উপস্থিতিতেই লোবো এমন ভবিষ্যদ্বাণী করেছেন। লোবো বলছিলেন, ''এই ব্যাপারে কথা বলতে আমি কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মাকে ফোন করেছিলাম। তাঁকে ব্যাপারটা জানাতে আমার খুব কষ্ট হচ্ছিল। প্রয়োজনে অধিনায়ক বদল করে সমস্যার সমাধান করা যায় কি না, তাও জিজ্ঞেস করেছেন রাজকুমার শর্মা।''
5/5
বিরাট কোহলির জন্মসালে বিপত্তি! ভারত বিশ্বকাপ জিতবে না
উপায় একটা রয়েছে বলে জানিয়েছেন লোবো। তিনি মহেন্দ্র সিং ধোনিকে দল থেকে বাদ দিতে বলেছেন। লোবো বলেছেন, আমরা আরও একবার বিশ্বকাপ জিততে পারি। সেক্ষেত্রে ধোনিকে বাদ দিতে হবে। তার ভাগ্য এর আগে সবসময়ই ভাল ছিল। তবে এবারের সময়টা তার পক্ষে ভাল নয়।'' লোবো আরও বললেন, ''রবি শাস্ত্রীর রাশিফল খুব ভাল। তবে কোচ হিসাবে তিনি কখনও বিশ্বকাপ জিতবেন না।'' প্রসঙ্গত, ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত ক্রিকেট সার্কিটে তাঁর একের পর এক ভবিষ্যদ্বাণী মিলেছে।
photos