India@75: স্বাধীনতা ৭৫-এর লগ্নে একবার ফিরে দেখা অবিস্মরণীয় এই সব নির্মাণের দিকে ...
অবশেষে আগামীকালই সেই দিন, সেই বহু ঈপ্সিত দিন-- ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। এই বছরটিকে স্মরণে রেখে কেন্দ্রীয় সরকার আজাদি কা অমৃত মহোৎসবের উদযাপন করছে। সে বিশাল বিপুল ব্যাপক আয়োজন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে আগামীকালই সেই দিন, সেই বহু ঈপ্সিত দিন-- ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। এই বছরটিকে স্মরণে রেখে কেন্দ্রীয় সরকার আজাদি কা অমৃত মহোৎসবের উদযাপন করছে। সে বিশাল বিপুল ব্যাপক আয়োজন। তবে, এমনিতেই প্রতি বছরই স্বাধীনতা দিবসের উদযাপনের অংশ হিসেবে বিভিন্ন হেরিটেজ বিল্ডিং (বা যেগুলি এরই পাশাপাশি সরকারি ভবনও), বিভিন্ন স্মরণীয় স্থাপত্যগুলিকে আলোকসজ্জায় সাজানো হয়। এ বছরও তার অন্যথা হবে না। আসুন, এই লগ্নে এমন কয়েকটি বিশেষ দ্রষ্টব্যের দিকে ফিরে তাকাই।
1/7
ভিক্টোরিয়া মেমোরিয়াল
2/7
ঐতিহাসিক রেড রোড
photos
TRENDING NOW
3/7
রাজভবন
4/7
ঔপনিবেশিক স্থাপত্যের অন্যতম নিদর্শন
5/7
লাল কেল্লা
6/7
মুমতাজ বেগম
7/7
বৌদ্ধ স্থাপত্যের উজ্জ্বল নিদর্শন
photos