দেশের প্রথম বাণিজ্যিক ‘জলড্রোন’

Sep 15, 2018, 18:56 PM IST
1/6

বাণিজ্যিক ‘জলড্রোন’

Drone_1

দেশের প্রথম রোবোটিক ‘জল ড্রোন’ পরীক্ষামূলকভাবে চালানো হল। এই ড্রোনটির পরিচালনায় নেতৃত্ব দিল কোচির মেকার ভিলেজ সংস্থা।

2/6

বাণিজ্যিক ‘জলড্রোন’

Drone_2

এই ড্রোনটির কাজ হবে জলের ভিতরে রিয়েল টাইম ভিডিও তোলা এবং এই ড্রোনটির মাধ্যমে জলের অভ্যন্তরে কোনও প্রোজেক্টের তদারকিও করা হবে।

3/6

বাণিজ্যিক ‘জলড্রোন’

Drone_3

এই প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহৃত করা হচ্ছে ড্রোনটিকে। এই ড্রোনটির নাম দেওয়া হয়েছে আইরভটুনা। এটিকে প্রস্তুত করেছে আইরভ টেকনোলজি সংস্থা।

4/6

বাণিজ্যিক ‘জলড্রোন’

Drone_4

মেকার ভিলেজ সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে আইরভ টেকনোলজি কাজ করেছে। এই ড্রোনটির প্রথম অর্ডার করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।

5/6

বাণিজ্যিক ‘জলড্রোন’

Drone_5

সমুদ্রের ৫০ মিটার গভীর গিয়ে রিয়েল টাইম হাই ডেফিনেশন (এইচডি) ভিডিও তুলতে পারবে এই ড্রোনটি।

6/6

বাণিজ্যিক ‘জলড্রোন’

Drone_6

কেরলে ভায়াকমে ড্রোনটিকে পরীক্ষামূলকভাবে চালানো হয়।  জানা যাচ্ছে জাহাজ, বন্দর, বাঁধ, পরমাণু কেন্দ্রে পর্যবেক্ষণের জন্য কম ব্যয়ে ব্যবহার করা হবে আইরভ টুনা।