সোনা-রূপোর ছড়াছড়ি! এশিয়ান গেমসে সাফল্যের উত্স আসলে ভারতীয় সেনা

Aug 29, 2018, 18:52 PM IST
1/6

1

1

জ্যাভেলিন থ্রো-এ এদেশের তারকা তিনি। এশিয়ান গেমসে রেকর্ড গড়ে সোনা জিতেছেন নীরজ চোপড়া। ২০ বছর বয়সী নীরজ ভারতীয় সেনার নায়েব সুবেদার পদে কর্মরত।

2/6

2

2

শট পাটে সোনাজয়ী তেজিন্দর পাল সিং ভারতীয় নৌবাহিনির কর্মী।

3/6

3

3

পুরুষদের ৪০০ মিটার ইভেন্টে রূপো জিতেছেন মহম্মদ আনাস। ২৩ বছর বয়সী এই অ্যাথলিট ভারতীয় নৌ-সেনায় কর্মরত।

4/6

4

4

ভারতীয় ঘোড়সওয়াক দলের চার জনের মধ্যে তিনজন ভারতীয়  সেনার কর্মী। আশিস মালিক, জিতেন্দর সিং, রাকেশ কুমারদের এই দলটা জাকার্তায় রূপো জিতেছে।

5/6

5

5

এশিয়ান গেমসে একটা সোনা ও একটা রূপো জিতেছে ভারতীয় রোয়িং টিম। সেই দলে চারজনই ভারতীয় সেনায় কর্মরত।

6/6

6

6

পুরুষদের ৪০০ মিটার হার্ডলসে রূপো জিতেছেন ধুন আয়াস্বামী। এশিয়ন গেমসে গিয়ে জাতীয় রেকর্ডও করেছেন। আয়স্বামী ইন্ডিয়ান স্পোর্টস ইন্সটিটিউটে ট্রেনিং করেন। কিছুদিনে মধ্যেই ভারতীয় সেনায় যোগ দেবেন তিনি।