Early Monsoon in West Bengal: এ বছর কি সময়ের আগেই বর্ষা? কী এই 'ডাইপোল', 'লা নিনা', 'ইন্ডিয়ান নিনো'?
Early Rain in India: আজ সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নতুন করে আর তাপমাত্রা বাড়বে না পশ্চিমবঙ্গে, কমবেও না। তাই যে-যে জেলায় যেমন-যেমন পরিস্থিতি চলছে, আপাতত তেমনই বহাল থাকবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজ সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নতুন করে আর তাপমাত্রা বাড়বে না পশ্চিমবঙ্গে, কমবেও না। তাই যে-যে জেলায় যেমন-যেমন পরিস্থিতি চলছে, আপাতত তেমনই বহাল থাকবে। এবং এমনটা চলবে চলতি সপ্তাহের শুক্র অথবা শনিবার পর্যন্ত। পরিস্থিতির বদল হবে রবিবার, ৫ মে। রবিবার দক্ষিণবঙ্গ জুড়েই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিয়ন্ত্রণে আসবে গরমও।
1/7
আগাম বর্ষা
![আগাম বর্ষা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/04/29/471307-rain-1.png)
2/7
'ডাইপোল', 'ইন্ডিয়ান নিনো'
!['ডাইপোল', 'ইন্ডিয়ান নিনো'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/04/29/471306-rain-2.png)
photos
TRENDING NOW
3/7
'ওসিলেশন অফ সি সারফেস টেম্পারেচার'
!['ওসিলেশন অফ সি সারফেস টেম্পারেচার'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/04/29/471305-rain-3.png)
4/7
বৃষ্টি বাড়ে
![বৃষ্টি বাড়ে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/04/29/471304-rain-4.png)
5/7
আর্লি রেইন
![আর্লি রেইন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/04/29/471302-rain-5.png)
6/7
প্রশান্ত 'লা নিনা'
![প্রশান্ত 'লা নিনা'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/04/29/471301-rain-6.png)
এর সঙ্গে এবার জুটি বাঁধে প্রশান্ত মহাসাগরের 'লা নিনা'। কী এই প্রশান্ত 'লা নিনা'? 'লা নিনা' 'এল নিনো'র ঠিক বিপরীত। 'এল নিনো'য় সমুদ্রের জল গরম হয়, 'লা নিনা'য় ঠান্ডা। পূর্ব প্রশান্ত মহাসাগরে জলের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা হলে এই 'লা নিনা' ঘটে। 'লা নিনা'র ইভেন্টগুলি দক্ষিণ-পূর্ব আফ্রিকা এবং উত্তর ব্রাজিলের (স্বাভাবিকের চেয়ে) বেশি বৃষ্টিপাতের সঙ্গেও জড়িত।
7/7
জোড়া ফলা
![জোড়া ফলা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/04/29/471300-rain-7.png)
আর এই সব বিশ্লেষণ করেই আবহবিদেরা জানাচ্ছেন, ওই দুই প্রাকৃতিক ঘটনাই ('লা নিনা' এবং 'এল নিনো') পরস্পর আন্তঃসংযুক্ত। এবং এরকম ঘটলে সময়ের আগেই বর্ষা চলে আসতে পারে। তবে, একই সময়ে 'ডাইপোল' তথা 'এল নিনো' এবং 'লা নিনা'র উপযুক্ত পরিবেশ তৈরি হওয়াটাও একটু বিরলই। ফলে, এখনই বলে দেওয়া যাচ্ছে না যে, এবার বৃষ্টি সময়ের আগেই হচ্ছে।
photos