ভারতীয় রেলে জুনিয়র ইঞ্জিনিয়র পদে নিয়োগ করা হবে। প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। পদের সংখ্যা ১৩৪৮৭। বেতন এক লক্ষ টাকারও বেশি।
2/5
আবেদনের সবতথ্য
রেলের ওয়েবসাইটে আবেদন করা যাচ্ছে। চলতি মাসের ২ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইন রেজিস্ট্রেশনের শেষদিন ৩১ জানুয়ারি। আবেদন শুল্ক জমা দেওয়ার শেষদিন ৫ ফেব্রুয়ারি। আবেদনের শেষ তারিখ ৪ ফেব্রুয়ারি।
photos
TRENDING NOW
3/5
কোন পদে কত নিয়োগ
জুনিয়র ইঞ্জিনিয়র হিসেবে ১২,৮৪৪-কে নেওয়া হবে। জুনিয়র ইঞ্জিনিয়র (তথ্য-প্রযুক্তি) পদে নেওয়া হবে ২৯ জনকে। ডিপো মেটিরিয়াল সুপারিনটেনডেন্টে শূন্যপদ ২২৭। ৩৮৭ জন কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে।
4/5
বেতন কাঠামো
যাঁদের নিয়োগ করা হবে, তাঁরা প্রত্যেকেই সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন পাবেন। তাঁদের গ্রেড পে হবে ৪২০০ টাকা। সব মিলিয়ে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা হবে বেতন। এছাড়া থাকছে একাধিক ভাতাও।
5/5
পদন্নোতির খুঁটিনাটি
জুনিয়র ইঞ্জিনিয়র পদ থেকে কর্মীরা সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়র পদ পর্যন্ত যেতে পারবেন। তার মাঝে তাঁদের পরপর সিনিয়র সেকশন ইঞ্জিনিয়র, অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়র ও ডিভিশনাল ইঞ্জিনিয়র পদে কাজ করতে হবে।