India's Five Richest Temples: বিশ্বের এবং ভারতের সবচেয়ে ধনী মন্দির কোনটি? জানেন, কোন মন্দিরের গুপ্তঘরে টন টন সোনা, হিরে, জহরত...

India's Five Richest Temples: ভারত মানেই মন্দির। এদেশ মন্দিরের দেশ। ভারতে কমবেশি প্রায় ৫ লক্ষ মন্দির রয়েছে। আর এই সব মন্দিরের সম্পত্তি? প্রায় তাক-লাগানো।

| Feb 19, 2025, 19:01 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত মানেই মন্দির। এদেশ মন্দিরের দেশ। ভারতে কমবেশি প্রায় ৫ লক্ষ মন্দির রয়েছে। ভাবা যায়! এই সব মন্দিরের প্রাচীন ঐতিহ্য। এই সব মন্দির দেখতে যে শুধু ভারতীয়রাই আগ্রহী তা নন, বহু বিদেশি পর্যটকও ভারতে আসেন। এই সব মন্দিরগুলির বিপুল ধনসম্পত্তি। প্রায় চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। 

1/6

মন্দিরের তহবিলে

বহু ভক্ত এইসব মন্দিরে যান, পুজো দেন। প্রণামী দেন। এর ফলে প্রচুর টাকা জমা পড়ে এই সব মন্দিরের তহবিলে। সেই সব প্রণামীর একটা বড় অংশে হয় পুজোরই ব্যবস্থা। আর শুধু কি টাকা? মন্দিরের ভল্টে থাকে হিরে-জহরত, সোনা-দানাও।

2/6

পদ্মানাভস্বামী মন্দির

পদ্মানাভস্বামী মন্দির (Padmanabhaswamy Temple)। তিরুঅনন্তপুরমে অবস্থিত। এটিকে মনে করা হয়, ভারতের সবচেয়ে ধনী মন্দির। বিশ্বেরও অন্যতম ধনী মন্দির। গুপ্তকক্ষে এর যা হিডেন ট্রেজার আছে, তার পরিমাণ নাকি ১০০০ কোটি টাকা! এছাড়াও আছে সোনা, জহরত। শুধু মহাবিষ্ণুমূর্তির মূল্যই ৫০০ কোটি টাকা! এই মন্দিরের নেট সম্পত্তি কত? ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা!

3/6

তিরুপতি বালাজি টেম্পল

দশম শতকের তিরুপতি বালাজি টেম্পল (Tirupati Balaji Temple) বা তিরুমল বালাজি টেম্পল (Tirupati Balaji Temple)-- যে-মন্দির শ্রীভেঙ্কটেশ্বর স্বামী মন্দির (Sri Venkateswara Swamy Temple) নামেও পরিচিত। এটি দেশের দ্বিতীয় ধনী মন্দির। প্রতিদিন এ মন্দিরে যান প্রায় ৩০ হাজার ভক্ত। আর প্রাপ্তি? খোদ সরকারি রিপোর্ট বলছে, এই মন্দির প্রতিদিন ৬০ লক্ষ টাকা ডোনেশন পায়। এ মন্দিরে আছে ৫২ টন সোনার গয়না, ৯০০ কোটি টাকার সম্পত্তি। প্রতি বছর মন্দির কর্তৃপক্ষ ৩ হাজার কেজি সোনা তার গোল্ড রিজার্ভে জমায়। এই মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ ৬৫০ কোটি!

4/6

বৈষ্ণো দেবীর মন্দির

বৈষ্ণো দেবীর মন্দির (Vaishno Devi Temple) ভারতের তৃতীয় ধনী মন্দির। ৫২০০ ফুট উঁচু এক পাহাড়ের গুহায় রয়েছেন দেবী। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই মন্দিরে যান। গত পাঁচ বছরে কয়েকশো কেজি সোনা এখানে জমা পড়েছে। এই মন্দিরের মোট সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি।

5/6

শিরডি সাই বাবা মন্দির

শিরডি সাই বাবা মন্দির (Shirdi Sai Baba Temple) ভারতের চতুর্থ ধনী মন্দির। সারা পৃথিবীর বহু ভক্ত এই মন্দির দর্শন করতে আসেন। এ মন্দিরে প্রায় ২০০০ কোটি টাকার সম্পত্তি। রয়েছে ৩৮০ কেজির সোনা, ৪৪২৮ কেজি রুপো, এবং টাকা-ডলার-পাউন্ড মিলিয়ে বিপুল পরিমাণ অর্থসম্পদ।

6/6

স্বর্ণমন্দির

স্বর্ণমন্দির (Golden Temple)-ও বিপুল ধনী মন্দির। শিখদের কাছে সব চেয়ে পবিত্র স্থান এই মন্দির। এটিকে হরমন্দির সাহিব-ও বলে। ১৮৩০ সালে মহারাজ রঞ্জিৎ সিং মার্বেল ও সোনা দিয়ে এই মন্দির পুনর্নির্মাণ করিয়ে দিয়েছিলেন। এই মন্দিরের মোট সম্পত্তি ৫০০ কোটি।