পুরুষদের ম্যাচে মহিলা আম্পায়ার! ইতিহাস লিখবেন ভারতের লক্ষ্মী

Dec 06, 2019, 17:31 PM IST
1/5

জিএস লক্ষ্মী ম্যাচ রেফারি

জিএস লক্ষ্মী ম্যাচ রেফারি

ইতিহাস লিখবেন ভারতের জিএস লক্ষ্মী। পুরুষদের ক্রিকেটে প্রথম মহিলা ম্যাচ রেফারি হিসাবে থাকবেন প্রাক্তন এই ক্রিকেটার। 

2/5

জিএস লক্ষ্মী ম্যাচ রেফারি

জিএস লক্ষ্মী ম্যাচ রেফারি

৮ ডিসেম্বর থেকে আরব আমিরশাহিতে শুরু হবে ওয়ার্ল্ড কাপ লিগ-২ -এর তৃতীয় সিরিজ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচের পরিচালনার দায়িত্বে থাকবেন লক্ষ্মী। 

3/5

জিএস লক্ষ্মী ম্যাচ রেফারি

জিএস লক্ষ্মী ম্যাচ রেফারি

মে মাসে আইসিসি’র ইন্টারন্যাশনাল প্যানেলে প্রথম মহিলা ম্যাচ রেফারি হিসাবে যোগ দেন ৫১ বছর বয়সী লক্ষ্মী৷ মেয়েদের ৩টি ওয়ানডে ও ৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। 

4/5

জিএস লক্ষ্মী ম্যাচ রেফারি

জিএস লক্ষ্মী ম্যাচ রেফারি

২০০৮-০৯ মরশুমে প্রথমবার ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারি হিসাবে কাজ শুরু করেছিলেন লক্ষ্মী। তার পর ধীরে ধীরে লম্বা সফর পার করেছেন তিনি। জ

5/5

জিএস লক্ষ্মী ম্যাচ রেফারি

জিএস লক্ষ্মী ম্যাচ রেফারি

জি এস লক্ষ্মী জানিয়েছেন, ''প্রথমবার কোনও কিছুর সঙ্গে নাম জড়ালে গর্ব বোধ থাকে। ভারতীয় ক্রিকেটের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে যুক্ত। নিজে অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।''