EXPLAINED | India's Star All-rounder Retires: ৯৬৯৩ রান + ৬৮৪ উইকেট, আচমকাই অবসরে নক্ষত্র অলরাউন্ডার! কী চলছে ভারতীয় ক্রিকেটে?

Indias Star All-Rounder Rishi Dhawan Retires: শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বললেন ঋষি ধাওয়ান, নেটপাড়ায় আচমকাই করে দিলেন অবসরের ঘোষণা!

Jan 07, 2025, 13:53 PM IST
1/5

বর্ডার-গাভাসকর ট্রফি

 BGT 2024-2025

১০ বছর পর বর্ডার-গাভাসকর (BGT 2024-2025) ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের! অধরা জয়ের হ্যাটট্রিক। সিডনি টেস্ট ৬ উইকেটে জিতে অস্ট্রেলিয়া ৩-২ সিরিজ জিতে নিয়েছে। যার অর্থ এক দশক টিম ইন্ডিয়ার দখলে থাকার পর অস্ট্রেলিয়ায় ফিরছে ট্রফি। প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গিয়েছে টিম। আর এই অস্ট্রেলিয়ার মাটিতে, অভিষেক করা দেশের স্টার অলরাউন্ডার আচমকাই অবসর ঘোষণা করলেন।  

2/5

অবসরে ঋষি ধাওয়ান

Rishi Dhawan Retires

ভারত এবং হিমাচল প্রদেশের ফাস্ট বোলিং অলরাউন্ডার ঋষি ধাওয়ান শর্তসাপেক্ষে অবসরের ঘোষণা করলেন। ৩৪ বছরের ক্রিকেটার জানিয়েছেন তাঁকে আর দেশের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে দেখা যাবে না। ধাওয়ানের অবসরে এই ইঙ্গিতই রইল যে তিনি চলতি মরসুমে রঞ্জি ট্রফির বাকি ম্যাচগুলি খেলবেন। অর্থাত্‍ প্রথম শ্রেণির ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। চলতি বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচের পরেই ঋষি এই সিদ্ধান্ত জানিয়েছেন। তাঁর দল হিমাচল প্রদেশে বিজয় হাজারে নকআউটে উঠতে পারেনি।  

3/5

অবসরের প্রসঙ্গে ঋষি কী লিখলেন

Rishi Dhawan On Retirement

'ভারাক্রান্ত হৃদয়ের সঙ্গে জানাচ্ছি যে, আমি ভারতীয় ক্রিকেট (সীমিত ওভার) থেকে অবসর নিচ্ছি। যদিও আমার কোন অনুশোচনা নেই, এটি এমন এক খেলা যা বিগত ২০ বছর ধরে আমার জীবনকে সংজ্ঞায়িত করেছে। ক্রিকেট আমাকে অপরিমেয় আনন্দ এবং অগুনতি স্মৃতি দিয়েছে। যা আমার হৃদয়ের খুব কাছেই থেকে যাবে।' ঋষি তাঁর পোস্টে ভারতীয় ক্রিকেট বোর্ড, হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গেই কৃতজ্ঞতা জানিয়েছেন আইপিএল কেরিয়ারে খেলা তিন  ফ্র্যাঞ্চাইজি পঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সকে।

4/5

ঝলকে ঋষির আন্তর্জাতিক কেরিয়ার

Rishi Dhawan International Career Stats

ঋষি মাত্র ৩টি ওডিআই (১২ রান, ১ উইকেট) ও ১টি টি-২০ আই (১ রান, ১ উইকেট) খেলেছেন নীল জার্সিতে। ২০১৬ সালে তিনি জীবনের প্রথম ও আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ বিগত ৮ বছরে দেশের জার্সিতে আর খেলেননি ঋষি। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই অভিষেক করেছিলেন এমএস ধোনির নেতৃত্বে। তাঁর নেতৃত্বেই জিম্বাবোয়েতে টি-২০ আই খেলেন। যা ছিল শেষ আন্তর্জাতিক ম্যাচ।   

5/5

ঝলকে ঋষির ঘরোয়া কেরিয়ার

Rishi Dhawan Domestic Career Stats

ঋষি এখনও পর্যন্ত ৯৮টি প্রথম শ্রেণির ম্যাচ (৪৮২৪ রান, ৩৫৩ উইকেট), ১৩৪টি লিস্ট এ ম্যাচ (২৯০৬ রান, ১৮৬ উইকেট) ও ১৩৫টি টি-২০ (১৭৪০ রান ও ১১৮ উইকেট)। আইরপিএলে ৩৯ ম্যাচে তাঁর ২১০ রান ও ২৫ উইকেট রয়েছে।