Instagram ব্যবহারে বিরাট বদল, Photo-sharing app হিসেবে জনপ্রিয়তা নেই

Jul 02, 2021, 00:17 AM IST
1/4

নিজস্ব প্রতিবেদন: Instagram ইউজারদের মধ্যে বিরাট বদল। ছবি শেয়ারিং অ্যাপ হয়ে আর বসে নেই ইনস্টাগ্রাম। সংস্থার প্রধান আদাম মোসেরি জানাচ্ছেন, ইনস্টাগ্রামের ব্যবহার বদলে গেছে। এটা আর "square photo-sharing app" হিসেবে থাকছে না। 

2/4

Instagram-কে ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন একটা বিরাট অংশ। তাই ২০২১-র মাঝামাঝি সময় থেকেই অ্যাপের অন্দরমহল বদলের ভাবনাচিন্তা নিচ্ছে সংস্থা। 

3/4

Google’s Youtube, TikTok-কের পাশাপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়াকে টেক্কা দিতে এন্টারটেইনমেন্ট এবং ভিডিও ঢেলে সাজানোর জন্য প্রস্তুত হচ্ছে। ক্রিয়েটর, ভিডিও, শপিং এবং মেসেজিং, এই চার জায়াগায় নজর Instagram কর্মকর্তাদের। 

4/4

ইনস্টাগ্রামে অন্যান্য ফিচারের থেকে বেড়ে গিয়েছে IGTV-র ব্যবহার। টিকটক ভারতে বন্ধ হয়ে যাওয়ায় শাপে বর হয়েছে সংস্থার। আর তাতেই হু হু করে বাড়ছে Reels-র ব্যবহার।