দীপাবলির আগেই জেনারেল প্রভিডেন্ট ফান্ড সহ একগুচ্ছ স্কিমে বাড়ল সুদের হার

Oct 17, 2018, 16:20 PM IST
1/7

s 7

s 7

সুদের হার বাড়ল জেনারেল প্রভিডেন্ট ফান্ডে। একমাত্র সরকারি কর্মচারীরাই ওই প্রভিডেন্ট ফান্ডের সুবিধা পেয়ে থাকেন। মঙ্গলবার ওই ঘোষণা করে সরকার। আগামী অক্টোবর-ডিসেম্বর কোয়ার্টারের জন্য নতুন সুদের হার কার্যকর হবে। এছাড়াও সম্প্রতি বেশকিছু সরকারি সেভিংস স্কিমে সুদের হার বাড়িয়েছে সরকার।

2/7

s 6

s 6

জেনারেল প্রভিডেন্ট ফান্ডে নতুন সুদের হার হচ্ছে ৮ শতাংশ। সব সরকারি কর্মীরা ওই সুবিধা পাবেন। গত জুলাই-সেপ্টেম্বর কোয়ার্টারে জিপিএফ-এ সুদের হার ছিল ৭.৬ শতাংশ। এবার তা বেড়ে ৮ শতাংশ হল।

3/7

S 5

S 5

ফিক্সড ডিপোজিটে পাওয়া যাবে ৬.৯-৭.৮ শতাংশ হারে সুদ। একবছরের জন্য ফিক্সড ডিপোজিট করলে আগে পাওয়া যেত ৬.৬ শতাংশ সুদ। এবার মিলবে ৬.৯ শতাংশ। ২ বছরের জন্য আগে সুদ পাওয়া যেত ৬.৯ শতাংশ সুদ। এবার পাওয়া যাবে ৭.২ শতাংশ সুদ।

4/7

S 4

S 4

৫ বছরের রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে ডিসেম্বর কোয়ার্টারে পাওয়া যাবে ৭.৩ শতাংশ হারে সুদ। আগে এই হার ছিল ৬.৯ শতাংশ।

5/7

S 3

S 3

ডিসেম্বর কোয়ার্টারের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ডিসেম্বর কোয়ার্টারের জন্য পাওয়া যাবে ৮.৭ শতাংশ সুদ। আগে এই হার ছিল ৮.৩ শতাংশ।

6/7

S 2

S 2

পিপিএফ-এ পাওয়া যাবে ৮ শতাংশ সুদ। আগে এই হার ছিল ৭.৬ শতাংশ।

7/7

s 1

s 1

কিষাণ বিকাশ পত্রে পাওয়া যাবে ৭.৭ শতাংশ সুদ। আগে এই হার চিল ৭.৩ শতাংশ।