1/9
2/9
photos
TRENDING NOW
3/9
4/9
5/9
6/9
আজকের দিনটিতে সম্ভবত 'বিশ্বের সব চেয়ে জনপ্রিয় নার্স' ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে একটু স্মরণ করা উচিত। তাঁর জন্ম ১৮২০ সালে। সেবাকর্মী ছাড়াও তিনি ছিলেন সমাজ সংস্কারক ও পরিসংখ্যানবিদ। আধুনিক সেবাকাজ কেমন হবে তার মূল বিষয়গুলি তিনি নির্দেশ করে গিয়েছেন। ১৯১০ সালের ১৩ অগস্ট ৯০ বছর বয়সে লন্ডনে মারা যান ফ্লোরেন্স।
7/9
সারা জীবনে অগুনতি মনে রাখার মতো কাজ করেছেন তিনি। কিন্তু এ কালের মানুষ তাঁকে সম্ভবত সব চেয়ে বেশি মনে রেখেছে ক্রিমিয়ার যুদ্ধে (Crimean War) যুদ্ধক্ষেত্রে আহত সেনাদের শিবিরে তাঁর আন্তরিক সেবাকাজের জন্য। এ জন্য Queen Victoria-র কাছে তিনি পুরস্কৃতও হয়েছিলেন। শোনা যায়, রাতের অন্ধকারে যুদ্ধশিবিরে একটি লন্ঠন হাতে ঘুরতেন তিনি। খোঁজ নিয়ে দেখতেন আহত সৈন্যরা কে কেমন আছেন। অসহ্য যন্ত্রণার মধ্যে আহত ক্ষত-বিক্ষত সৈন্যরা যখন দূর থেকে একটা আলোর রেখা দেখতে পেতেন, নিশ্চিন্ত হতেন যে, ফ্লোরেন্স আসছেন। উনি এলেই তাঁদের ব্যথার উপম হবে। সেই থেকে তাঁর নাম হয়ে গেল 'The Lady with the Lamp'!
8/9
9/9
photos