দৈনন্দিন রুটিনে জুড়ে দিন যোগ ব্যায়াম, যোগ দিবসে আহ্বান প্রধানমন্ত্রীর

Jun 21, 2019, 07:41 AM IST
1/6

s 6

s 6

রাঁচির প্রভাত তারা ময়দানে আন্তর্জাতিক যোগ দিবসের উদ্বোধন করলেন মোদী।

2/6

S 5

S 5

প্রধানমন্ত্রী এদিন বলেন, রাঁচির সঙ্গে স্বাস্থ্যর পুরনো সম্পর্ক। তাই রাঁচি থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করা হয়েছে। এর সঙ্গে এবার যোগ ব্যায়াম জুড়ে দিতে চাইছে সরকার।

3/6

S 4

S 4

প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতীয়দের স্বাস্থ্য রক্ষায় যোগের ভূমিকা অপরিসীম। গরিব মানুষের জন্য এটি একটি উপহার।

4/6

S 3

S 3

যোগ আমাদের সংস্কৃতি। ছৌ নৃত্যে যোগাসনের মূদ্রা রয়েছে। গ্রামে গরিব ও আদিবাসীদের ঘরে পৌঁছতে হবে। এই গরিব মানুষই রোগে সবচেয়ে বেশি কষ্ট পায়।

5/6

S 2

S 2

শুধুমাত্র ওষুধ আর অস্ত্রপচারই শেষ কথা নয়। ইলনেস এর পাশাপাশি ওয়েলনেসে জোর দিতে হবে। এটাই পুরানো ভারতীয় দর্শন।

6/6

s 1

s 1

এবার যোগ দিবসের স্লোগান, যোগা ফর হার্ট কেয়ার। ভারতে হার্টের সমস্যা বাড়ছে। যোগ ঘরে ঘরে জনপ্রিয় করতে হবে। যোগের প্রসারে জোর দিন। যোগকে দৈনন্দিন রুটিন বানান। ক্লান্ত শরীর কিছু করতে পারে না। যোগ বহু রোগের সমাধান।